কলকাতা

ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, বাঘাযতীন মোড়ে মৃত বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোররাতে বাইক নিয়ে জয়রাইডে গিয়ে মর্মান্তিক পরিণতি। বাঘাযতীন হাসপাতালের সামনে বিপজ্জনক গতিতে লোহার ডিভাইডারে ধাক্কা মেরে মৃত্যু হল চালকের। মৃতের নাম বিশাল ঠাকুর (২৫)। নেতাজিনগর থানা এলাকার নাকতলা রোডের বাসিন্দা তিনি। দুর্ঘটনায় জখম হয়েছেন পিছনের আসনে বসা বিশালের বন্ধু মনোজ বেহেরা (২২)। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 
পুলিস সূত্রে খবর, মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। চিত্তরঞ্জন কলোনির সামনে দিয়ে গড়িয়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু। কারও মাথায় হেলমেট ছিল না। মনোজকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে, সোমবার গভীর রাতে দুই বন্ধু জয়রাইডে বেরিয়েছিলেন। বাইপাস, যাদবপুর এলাকাজুড়ে বাইক গতিতে ছোটাচ্ছিলেন তাঁরা। ফাঁকা রাস্তা জিগ-জ্যাগ করে বাইক চালাচ্ছিল ২৫ বছরের বাইকচালক। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের সামনে কাট মারতে গিয়ে সরাসরি ডিভাইডারের রেলিংয়ে ধাক্কা মারে বাইকটি। পুলিস জানিয়েছে, বাইকের গতি এতটাই বেশি ছিল যে লোহার ডিভাইডার মুচড়ে ঢুকে যায় ভিতরে। বাইকের হেডলাইট ভেঙে যায়। সামনের অংশ ভেঙেচুরে যায়। হেলমেট না থাকার জেরে বিশালের মাথা সরাসরি লোহার রেলিংয়ে ধাক্কা খায়। ফেটে যায় মাথা। বাইক থেকে ছিটকে দু’জনই ছিটকে পড়েন রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নেতাজিনগর থানার পুলিস। দু’জনকেই উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বিশালকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিস জানিয়েছে, সকালেই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। ময়নাতদন্তের পর মৃতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা