বিদেশ

ভোটে লড়বেন না অন্তত ৭৮ এমপি, আরও বিপাকে সুনাক

লন্ডন: আগামী ৪ জুলই ব্রিটেনে সাধারণ নির্বাচন। গত বুধাবার একথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে ভোটের প্রস্তুতি। সপ্তাহান্তের সুযোগ নিয়ে জোর কদমে প্রচার করেন প্রার্থীরা। আসন্ন নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অ্যাসিড টেস্ট। সেদেশের রাজনৈতিক মহলের মতে, ভোটে হেরে যেতে পারে সুনাকের দল কনজারভেটিভ পার্টি। একাধিক সমীক্ষাতেও উঠে এসেছে এই জনমত। এসবের মাঝে এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন কমপক্ষে ৭৮ কনজারভেটিভ নেতা। তালিকায় পার্লামেন্টের প্রবীণ এমপিদের পাশাপাশি রয়েছেন বহু ক্যাবিনেট মন্ত্রী। মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যু নিয়ে সুনাক সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির কাছে বহু আসন হারাতে হয়েছে। এই পরিস্থিতিতে দলের প্রবীণ সদস্যদের গণ প্রস্থানে আরও বিপাকে পড়লেন কনজারভেটিভ নেতা। 
সম্প্রতি ভোটে না দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন দুই ক্যাবিনেট মন্ত্রী মাইকেল গোভ এবং আন্দ্রেয়া লিডসম। চিঠিতে নিজের বক্তব্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন গোভ। শুক্রবার তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। চিঠিতে আবাসনমন্ত্রী জানান, ‘রাজনীতিতে কিছু বাধ্যতামূলক নয়। স্বেচ্ছাসেবক হিসেবে আমরা নির্দ্বিধায় নিজেদের ভাগ্য নির্ধারণ করি। মানুষের সেবা করার সুযোগ সত্যিই অসামান্য। কিন্তু একটা সময় বোঝা যায় যে এবার নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া উচিত। তাই সরে দাঁড়ানো প্রয়োজন।’গোভের পরেই সুনাককে নিজের মতামত জানান লিডসম। চিঠিতে তিনি লেখেন, ‘অনেক ভাবনা চিন্তার পর আসন্ন ভোটে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি।’ বিভিন্ন কেন্দ্রে চ্যালেঞ্জের মুখে পড়ছেন বিদায়ী টোরি প্রার্থীরা। ইতিমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী টেরিজা মে এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের মতো হেভিওয়েট নেতা। সব মিলিয়ে ভোটের আগে বড়সড় চ্যালেঞ্জের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা