উত্তরবঙ্গ

দৌল্ল্যা থেকে অযোধ্যা যাওয়ার রাস্তা বেহাল

সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটের দৌল্ল্যা থেকে অযোধ্যা যাওয়ার ৭ কিমি রাস্তা একেবারেই বেহাল। সম্প্রতি বৃষ্টিতে আরও বেহাল হয়ে কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তায় চলাচল করতে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে বালুরঘাটের অমৃতখণ্ড পঞ্চায়েতের দৌল্ল্যা, শনিহারা, শালগ্রাম, বিরহিনী সহ বহু গ্রামের বাসিন্দাদের। রাস্তায় খোয়া বেরিয়ে গিয়েছে। কোথাও উঁচু, কোথাও নিচু। বৃষ্টিতে জল জমে থাকে। ফলে সাইকেল থেকে বাইক এবং অটো, টোটো কিছুই চলাচল করতে পারে না। এদিকে এই রাস্তা দিয়ে বহু গ্রামের মানুষ চলাচল করে। বাসিন্দাদের অভিযোগ,পঞ্চায়েত ভোটের আগে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছিল। কিন্তু পঞ্চায়েত ভোট পার হয়ে লোকসভা ভোটও পার হয়েছে। তবুও রাস্তা সংস্কার হয়নি।
অমৃতখণ্ড পঞ্চায়েতের প্রধান তৃণমূল কংগ্রেসের দেবদূত বর্মন বলেন, পঞ্চায়েতের কাছে এতবড় রাস্তা সংস্কারের ফান্ড নেই। ফান্ডের জন্য আমি জেলাশাসকের কাছে চিঠি দিয়েছে। জেলা পরিষদেও জানিয়েছি। ফান্ড পেলেই রাস্তাটি সংস্কার করা হবে। পঞ্চায়েতের বিরহিনী গ্রামের বাসিন্দা প্রভাস মণ্ডল বলেন, দীর্ঘ বছর থেকেই এই রাস্তা খারাপ। এই রাস্তা সংস্কারের জন্য একাধিক জায়গায় জানানো হয়েছে। কিন্তু লাভ হয়নি। 
প্রসঙ্গত, ওই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। ওই রাস্তা দিয়ে বালুরঘাট শহরের সঙ্গেও যোগাযোগ করা যায়। একেবারে দৌল্ল্যা থেকেই শনিহারা, শালগ্রাম, বিরহিনী, অযোধ্যা, হাসইল, খরাইল দিয়েই বালুরঘাটে আসা যায়। এমনকী চিঙ্গিসপুরের বাসিন্দারাও ওই রাস্তা ব্যবহার করেন। ওই রাস্তা দিয়েই স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া যায়। বেহাল রাস্তার কারণে কৃষকরাও কামারপাড়া হাটে ফসল নিয়ে যেতে সমস্যায় পড়ছেন।
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা