উত্তরবঙ্গ

বিসর্জনের পরও মহানন্দায় পড়ে প্রতিমার কাঠামো

সংবাদদাতা, পুরাতন মালদহ: বিজয়া দশমীর পরেই পুরাতন মালদহ শহরে দুর্গা প্রতিমার বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে এখনও এই শহরের মহানন্দা নদীর একাধিক ঘাটে প্রতিমার কাঠামো পড়ে রয়েছে। নদীতে কাঠামো পড়ে থাকায় পরিবেশবিদরা ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন। দূষণের আশঙ্কা করছেন তাঁরা। নদী থেকে দ্রুত কাঠামো তুলে ফেলার দাবি উঠেছে।
অন্যদিকে পুরাতন মালদহ পুরসভা কর্তৃপক্ষ নদীর ঘাটে পড়ে থাকা কাঠামো আগামীদিনে একত্র করে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। যদিও জেলা বিজ্ঞান মঞ্চের সদস্যরা দ্রুত ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার দাবি জানিয়েছেন। 
পুরাতন মালদহ শহরে ৯০টির বেশি দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে। শহরের সিংহভাগ ক্লাব স্কুলপাড়ার ঘাটে প্রতিমা নিয়ে এসেছিল। শহরের বাকি ক্লাবগুলি সাঁকোপাড়া, বাধাঘাট, বাচামারি, মির্জাপুর সহ বিভিন্ন ঘাটে প্রতিমা নিয়ে আসে। শুধু তাই নয়, পুরনো জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ইংলিশবাজারের বেশকিছু প্রতিমা মঙ্গলবাড়ি স্কুলপাড়া ঘাটে নিরঞ্জন হয়েছে। 
এবারও পুরসভার পক্ষ থেকে ক্যাম্প করে কর্মী মোতায়েন করে বিসর্জন দেওয়া হয়। সেদিন খোদ পুরসভার আধিকারিকরা কাজের তদারকি করেন। তবে সেখান থেকে দুর্গা প্রতিমার কাঠামো না সরানোর অভিযোগ উঠেছে। এদিন মহানন্দার স্কুল পাড়ারঘাটে গিয়ে দেখা গেল নদীর মধ্যেই কাঠামো সহ পুজোর বিভিন্ন দ্রব্য পড়ে রয়েছে। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, পুরসভার উদ্যোগে বিসর্জন সুষ্ঠুভাবে হয়েছে।  নিজস্ব চিত্র
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা