উত্তরবঙ্গ

লাহুতাড়ায় গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, জখম ১০

সংবাদদাতা, করণদিঘি: জমিতে থাকা শিমূল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে ১০ জন জখম হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার লাহুতাড়া ২ পঞ্চায়েতের মেহেন্দাবাড়ি গ্ৰামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কফির উদ্দিন ও ইসমাইল হকের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে গণ্ডগোল চলছে। ওই জমিতে‌ই একটি শিমূল গাছ রয়েছে। এদিন কফির উদ্দিন সহ তাঁর পরিবারের লোকজন ওই গাছ কাটতে যান। কিন্তু গাছ কাটতে বাধা দেন ইসমাইল হক ও তাঁর পরিবারের লোকজন। এনিয়ে দুই পরিবারের মধ্যে মারপিট লেগে যায়। ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন ইসমাইল হক, আশরাফুল আলি, হারুন রশিদ, জিব্রাইল হক সহ আরও ছ’জন। জখমদের মধ্যে মহিলারাও রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানার বিশাল পুলিস বাহিনী। পুলিস ও গ্ৰামবাসীরা জখমদের উদ্ধার করে করণদিঘি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় চার জনকে রায়গঞ্জ মেডিক্যালে কলেজে রেফার করা হয়। বাকিদের চিকিৎসা চলছে করণদিঘি গ্ৰামীণ হাসপাতালে। 
কফির উদ্দিন বলেন, বাবার জমিতে শিমূল গাছ লাগিয়েছিলাম। জমি ভাগ করার পর সেই গাছ আমার মধ্যেই পড়ে। কিছু টাকার প্রয়োজনে এদিন গাছটি কেটে বিক্রি করতে গেলে ভাইয়ের ছেলেরা ইসমাইল হক, হারুন রশিদ ও তাদের পরিবারের লোকজন গাছ কাটাতে বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে মারপিট হয়। হারুন রশিদ বলেন, দাদুর জমিতে গাছটি রয়েছে। সেই জমি নিয়ে আগে গণ্ডগোল হয়েছিল। এখনও কোনও সুরাহা হয়নি। এরপরেই বৃহস্পতিবার দুপুরে গাছ কেটে বিক্রির চেষ্টা করে কফির উদ্দিন। সেই গাছ কাটতে বাধা দিতে গেলে ধারালো অস্ত্র চাকু, তরোয়াল নিয়ে তারা হামলা চালায়। করণদিঘি থানার পুলিস জানিয়েছে, গাছ কাটা নিয়ে দুই পারিবারের সংঘর্ষে জখম চার জনকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ছ’জন করণদিঘি গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুই পক্ষই লিখিত অভিযোগ করেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা