উত্তরবঙ্গ

নিশীথ গড়ে ‌বড় ভাঙন, ভোটের আগে শতাধিক পরিবার তৃণমূলে

সংবাদদাতা, দেওয়ানহাট: সিতাই বিধানসভায় উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের খাসতালুক ভেটাগুড়িতে পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখানোর হিড়িক পড়েছে। মঙ্গলবারের পর বুধবারও সিতাই বিধানসভার অন্তর্গত ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতের প্রায় দেড়শোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়। এদের মধ্যে বুথ ও অঞ্চল স্তরের নেতা-কর্মীও আছেন বলে তৃণমূলের দাবি। 
মঙ্গলবার ভোট ঘোষণার দিনই ভেটাগুড়ি-২ এর বাইশগুড়ি, ব্রাহ্মানিরচৌকি, শাকদল গ্রামের বিভিন্ন বুথের ৮০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। এদিন ফের ওই একই গ্রাম পঞ্চায়েতের বোরডাঙায় তৃণমূলের একটি কর্মিসভায় দেড়শো পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়। ফলে লোকসভা ভোটে পরাজয়ের পর ক্রমশ নিজের বাড়ির এলাকায় সংগঠন ধরে রাখতে পারছেন না প্রাক্তন মন্ত্রী, এমনটাই দাবি বিরোধীদের। যদিও গেরুয়া শিবিরের দাবি, লোকসভা ভোটের পর থেকে জেলাজুড়ে বিজেপির নেতা-কর্মীদের জোর করে ভয় দেখিয়ে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। 
গত লোকসভা ভোটে কোচবিহার আসনে তৃণমূলের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার কাছে প্রায় ৩৯ হাজার ভোটে পরাজিত হন নিশীথ। শুধুমাত্র সিতাই বিধানসভা কেন্দ্রে তিনি ২৮ হাজারের বেশি ভোটে পিছিয়ে যান। লোকসভা ভোটে নিশীথের পরাজয়ের পরেই ভেটাগুড়ির দু’টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির হাতছাড়া হয় গ্রাম পঞ্চায়েত দু’টি। ওই দু’টি পঞ্চায়েতের মধ্যে ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েত সিতাই বিধানসভার অধীনে। 
লোকসভা ভোটে জয়ী জগদীশবাবুর ছেড়ে যাওয়া বিধানসভা আসনেই এবার উপ নির্বাচন। ফলে ভোট ঘোষণার দিন থেকেই নিশীথের একদা খাসতালুকে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার হিড়িক পড়ে যাওয়ায় নিজের গড় ধরে রাখাই কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। যদিও এ ব্যাপারে নিশীথ প্রামাণিককে একাধিকবার টেলিফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মেসেজেরও উত্তর আসেনি। 
বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, তৃণমূল সন্ত্রাস ছাড়া চলতে পারে না। লোকসভা ভোটের পর জেলাজুড়ে সন্ত্রাস চালাচ্ছে। জোর করে আমাদের কর্মীদের হাতে ওদের দলের পতাকা তুলে দিচ্ছে। যাঁরা যাচ্ছেন তাঁরা কেউ মন থেকে যোগ দিচ্ছেন না। অনেকেই ফেরার জন্য যোগাযোগ করছেন। সন্ত্রাসের জবাব ভোট বাক্সে পড়বে। 
তৃণমূলের দিনহাটা-১ (এ) ব্লক সভাপতি সুধাংশুকুমার রায় বলেন, লোকজন দলে দলে আসছে। ভেটাগুড়ি-২ অঞ্চলের শতাধিক পরিবার এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। আগামী দিনে ভেটাগুড়িতে বিজেপির ঝাণ্ডা ধরার লোক থাকবে না।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা