উত্তরবঙ্গ

চালসা, মেটেলিতে চড়া গাড়িভাড়া, পরিবহণ দপ্তরে নালিশ বিধায়কের

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ইচ্ছেমতো গাড়ি ভাড়া নেওয়ার প্রতিবাদে সরব হলেন নাগরাকাটার বিজেপি বিধায়ক পুণা ভেংরা। তাঁর দাবি, মেটেলি থেকে চালসা ৬ কিমি যাওয়ার জন্য গাড়ি ভাড়া নেওয়া হচ্ছে ৩০-৫০ টাকা। একইভাবে সামসিং থেকে মেটেলি বাজার আসতেও ৫০ টাকা গাড়ি ভাড়া গুণতে হচ্ছে। সামসিং চা বাগান থেকে চালসা বাজারের ভাড়া ৮০ টাকা। সামসিং থেকে মালবাজার গাড়ি ভাড়া দিতে হচ্ছে ১০০ টাকা। ছাত্রছাত্রীদেরও ছাড় দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে শুক্রবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে লিখিত অভিযোগ জানান বিজেপি বিধায়ক। আঞ্চলিক পরিবহণ আধিকারিককেও গণস্বাক্ষর সংবলিত লিখিত অভিযোগপত্র দেন তিনি। বিধায়কের হুঁশিয়ারি, অবিলম্বে বিষয়টির সুরাহা না হলে, এলাকার মানুষকে নিয়ে আন্দোলনে নামবেন তিনি। জলপাইগুড়ি জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক নবীন অধিকারী বলেন, বিধায়ক এদিন এলাকার মানুষের সই করা অভিযোগপত্র দিয়ে গিয়েছেন। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। মেটেলি, চালসা, সামসিং, নাগরাকাটা এলাকায় যাতায়াতের জন্য ভরসা ছোট গাড়ি। বিধায়কের দাবি, সিন্ডিকেটরাজ তৈরি করে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিয়ে জুলুমবাজি চালানো হচ্ছে। এর মধ্যে অনেক গাড়ি রয়েছে, যেগুলির কোনও কাগজপত্রই নেই। বেশ কিছুদিন আগে গাড়ি ভাড়ার জুলুমবাজি নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন আশাকর্মীরা। তখনও প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু, পরিবহণ দপ্তর কোনও ব্যবস্থা নেয়নি।
6d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা