উত্তরবঙ্গ

দুই হাসপাতালে চিকিত্সা পরিষেবা ও নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিএম

সংবাদদাতা, রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ: রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। বুধবার পরিদর্শনের সময় ডিএমের সঙ্গে ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা, মহকুমা শাসক কিংশুক মাইতি সহ অন্য স্বাস্থ্য আধিকারিকরা। পরিদর্শন শেষে জেলাশাসক বলেন, সার্বিকভাবে হাসপাতালগুলির ব্যবস্থাপনা ও চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকদের সঙ্গে আলোচনাও হয়েছে। এদিন ডিএম রায়গঞ্জ মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন। এদিন নির্মীয়মাণ ২৫০ বেডের হাসপাতালের কাজ ঘুরে দেখার পাশাপাশি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগী পরিষেবার খোঁজখবর নেন আধিকারিকরা। সেইসঙ্গে কালিয়াগঞ্জ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে পরিষেবা নিয়ে কথা বলেন জেলাশাসক। পর্যাপ্ত বেড না পেয়ে মেঝেতে গদি বিছিয়ে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার বিষয়টি নজরে পড়ে জেলাশাসকের। চিকিৎসার যাতে গাফিলতি না হয়, নির্দেশ দেন জেলাশাসক। হাসপাতালের নিরাপত্তা নিয়েও কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন জেলাশাসক। কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা বলেন, হাসপাতালে বেডের অভাব রয়েছে। নতুন বিল্ডিংয়ের কাজ হয়ে গেলেই সমস্যা মিটে যাবে। কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত রায় বলেন, জেলাশাসক হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। সেই সঙ্গে নতুন হাসপাতাল তৈরির কাজ ঘুরে দেখেন। 
 কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন জেলাশাসকের।-নিজস্ব চিত্র।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা