উত্তরবঙ্গ

ছুটির দিনেও এসডিও’র অফিস খুলে মেধাবী ছাত্রীকে ওবিসি শংসাপত্র প্রদান

ব্রতীন দাস, জলপাইগুড়ি: স্নাতকোত্তরে ভর্তির জন্য আবেদনের সময় ফুরিয়ে এসেছে। অথচ ওবিসি-এনসিএল সার্টিফিকেট নেই। ওই শংসাপত্র ছাড়া ভর্তির আবেদন করতে পারছিলেন না কৃষক-কন্যা। প্রশাসনের কাছে দরবার করে যে তড়িঘড়ি প্রয়োজনীয় শংসাপত্র জোগাড় করবেন, তারও উপায় ছিল না। কারণ রবি ও সোমবার ছিল সরকারি ছুটি। ফলে এ বছর কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন ময়নাগুড়ির উত্তর সাপ্টিবাড়ির বাসিন্দা বিউটি পারভীন। 
কিন্তু, হঠাৎই তাঁর মনে হয়, একবার শেষ চেষ্টা করে দেখবেন। শনিবার রাত প্রায় ১২টা নাগাদ ই-মেল করেন জলপাইগুড়ির মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তীকে। ওই মেল নজরে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নেন এসডিও। সরকারি ছুটি সত্ত্বেও বাড়ি থেকে কর্মীদের ডেকে এনে অফিস খোলানো হয়। তারপর ওই ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শংসাপত্র। যা দিয়ে এমএ’তে ভর্তির আবেদন করেন মেধাবী ওই ছাত্রী। প্রশাসনের এই ভূমিকায় আপ্লুত বিউটি। ছাত্রীকে এতটুকু সহযোগিতা করতে পেরে খুশি প্রশাসনের আধিকারিকরাও। 
বুধবার জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক বলেন, শনিবার রাত ১১টা ৪০ নাগাদ ই-মেল পাই। ওই ছাত্রীকে ওবিসি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট দিতে গেলে প্রথমে দরকার ছিল তাঁর বাবার ইনকাম সার্টিফিকেট। ছুটির মধ্যে ময়নাগুড়ির বিডিও ওই শংসাপত্র তৈরি করে দেওয়ার ব্যবস্থা করেন। তারপর সোমবার অফিস ছুটি থাকা সত্ত্বেও আমার অফিসের কয়েকজন কর্মীকে বাড়ি থেকে ডেকে আনা হয়। শমীক চক্রবর্তী, যতীন্দ্রনাথ রায়ের মতো কর্মীরা ছুটির দিনেও অফিস খুলে যেভাবে ওই ছাত্রীর ওবিসি শংসাপত্র করে দিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি চাই, ছাত্রীটি যেন উচ্চশিক্ষা শেষ করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। 
ধূপগুড়ি মহিলা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে ৫৫ শতাংশ নম্বর নিয়ে এবার স্নাতক হয়েছেন বিউটি। বাবা লুৎফর রহমান কৃষক। দুই বোনের মধ্যে বিউটি বড়। বললেন, বাবা আমাকে খুবই কষ্ট করে পড়াচ্ছে। আমি এবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে এমএ’তে ভর্তির আবেদন করলাম। মঙ্গলবারই আবেদন করার শেষদিন ছিল। কিন্তু, ওবিসি-এনসিএল সার্টিফিকেট ছাড়া ভর্তির আবেদন করতে পারছিলাম না। প্রশাসন ছুটির দিনেও সেটি যেভাবে তৈরি করে দিয়েছে, আধিকারিকদের প্রতি আমি কৃতজ্ঞ। 
এদিকে, বুধবারই কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে নাম রয়েছে বিউটির। তিনি অবশ্য জানিয়েছেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নাম উঠলে সেখানেই পড়তে যাবেন।  
 শংসাপত্র হাতে বিউটি পারভীন। - নিজস্ব চিত্র।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা