উত্তরবঙ্গ

রাস্তায় জমা জল থেকে বাচ্চাদের চর্মরোগ

সংবাদদাতা, মানিকচক: একমাস ধরে মানিকচকের এনায়েতপুরের রাস্তা জলমগ্ন। জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সেই ‘পচা’ জলের উপর দিয়ে নিত্যদিন চলতে গিয়ে চর্মরোগে আক্রান্ত এলাকার শিশুরা। নিকাশিনালা না থাকাতেই এই পরিস্থিতি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। 
এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তানিবাড়ি এলাকায় প্রায় ৫০ টি পরিবারের বসবাস। এনায়েতপুর সহ মানিকচকে যাতায়াতের এটিই একমাত্র রাস্তা। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি বছরের প্রায় সাতমাস জলমগ্ন থাকে। গত এক মাস ধরেও জল জমে রয়েছে। সেই জমা ‘পচা’ দুর্গন্ধ জলের উপর  দিয়েই যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দা সহ পড়ুয়াদের। সেই জল দিয়ে যাতায়াত করতে গিয়ে এলাকার বাচ্চাদের পায়ে দেখা দিয়েছে চর্মরোগ।
স্থানীয় বাসিন্দা শকুন্তলা রবিদাস বলেন, বাড়ির বাইরেই জল। কোথাও যাতায়াত করতে গেলে সেই জল পেরিয়ে যেতে হয়। জলে যাতায়াত করতে গিয়ে শিশু ও বড়দের পায়ে ঘা হয়েছে। এলাকায় কয়েকজন ডেঙ্গু আক্রান্তও হয়েছেন বলে স্থানীয়দের দাবি। মানিকচকের ব্লক স্বাস্থ্য আধিকারিক অভীকশঙ্কর কুমার বলেন, শিশুদের পায়ে যে ঘা  হয়েছে, তা আসলে চর্মরোগ। জলের মধ্যে বেশি যাতায়াত করলে এটা দেখা যায়। তবে চিন্তার কোনও বিষয় নেই। চিকিৎসা করলেই সেরে যাবে। তবে ডেঙ্গু থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন তিনি। 
স্থানীয় বাসিন্দা সেখ তফিজুল বলেন, এই গ্রামের নিকাশিনালার জন্য আমরা বারবার পঞ্চায়েত প্রধানকে আবেদন জানিয়েছি। কিন্তু আশ্বাস ছাড়া আর কিছু মেলেনি। রাস্তায় জমা জল বের করে দেওয়া না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।
যদিও পঞ্চায়েত প্রধান তপতী মজুমদার বলেন, ওই জায়গাটি নিচু থাকায় এই সমস্যা। চলতি আর্থিক বর্ষেই সেখানে নিকাশিনালার টেন্ডার করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। 
নিজস্ব চিত্র।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা