উত্তরবঙ্গ

পুজোয় ক্রেতা সেজে খাবারের দোকানে অভিযান চালাবেন ফুড সেফটি অফিসাররা

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুজোয় ক্রেতা সেজে খাবারের দোকানে হানা দেবেন ফুড সেফটি অফিসাররা। খাবারের গুণমানের পাশাপাশি খতিয়ে দেখা হবে পরিচ্ছন্নতা। একইসঙ্গে দেখা হবে ফুড লাইসেন্স। কোথাও কোনও খামতি থাকলে জরিমানার পাশাপাশি দোকান বন্ধ করে দেওয়া হতে পারে। শনিবার এমনটাই জানিয়ে দিলেন জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক রাজেন্দ্রকুমার রাই। 
এদিকে, খাবারের খালি প্যাকেট রেস্টুরেন্টের সামনে কিংবা যত্রতত্র ফেলা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। এনিয়ে জেলা প্রশাসনের তরফে এদিন শহরের রেস্টুরেন্ট মালিকদের হাতে সচেতনতামূলক স্টিকার তুলে দেওয়া হয়। প্রতিটি খাবারের প্যাকেটের উপর ওই স্টিকার সাঁটানো বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছেন জেলাশাসক শমা পারভীন। তিনিই এদিন ওই স্টিকারের উদ্বোধন করেন। 
জেলাশাসক বলেন, পুজোর সময় প্রচুর মানুষ রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করে। দেখা যায়, রেস্টুরেন্টের পাশে খাবারের খালি প্যাকেটগুলি ডাঁই হয়ে পড়ে থাকে। ওইসব প্যাকেটে বৃষ্টির জল জমে জন্ম হতে পারে ডেঙ্গু মশার। সেই কারণে এবার শহরের প্রতিটি রেস্টুরেন্টের মালিককে জানিয়ে দেওয়া হয়েছে, খাবারের গুণমানের দিকে যেমন খেয়াল রাখতে হবে, তেমনই রেস্টুরেন্টের পাশে যাতে পরিচ্ছন্ন থাকে, নজর রাখতে হবে সেদিকেও। 
ফুড সেফটি দপ্তরকে বলা হয়েছে, তারা পুজোর সময় আচমকা অভিযান চালাবে। প্রয়োজনে ক্রেতা সেজে অভিযান চালাবেন প্রশাসনিক আধিকারিকরা। যদি দেখা যায়, কোনও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ প্রশাসনের গাইড লাইন মানছে না, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।  নিজস্ব চিত্র।
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা