উত্তরবঙ্গ

চাঁদার জুলুমবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

সংবাদদাতা, ময়নাগুড়ি: চাঁদার জুলুমবাজির অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট এলাকায়। বিষয়টি নিয়ে আজ, রবিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম আরাফাত হোসেন। তিনি সাপটিবাড়ি ২-এর অঞ্চল সভাপতি। অভিযোগ, শনিবার সন্ধ্যা নাগাদ এলাকার এক মাছ ব্যবসায়ীর কাছে মোটা টাকার চাঁদা দাবি করেন আরাফাত এবং স্থানীয় ক্লাবের কিছু সদস্য। এমনকী তাঁকে মারধর করে ১০ হাজার টাকা লুট করারও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এরপরই আরাফাতের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ওই মাছ ব্যবসায়ী পরিতোষ রায়।
পরিতোষবাবু বলেন, ‘সুস্থির হাট এলাকায় স্থানীয় ক্লাবের কিছু সদস্য দোকানে এসে অনেক টাকা চাঁদা দাবি করে। তাঁদের মধ্যে ছিলেন সাপটিবাড়ি ২-এর অঞ্চল সভাপতি আরাফাতও। তাঁরা আমার টাকা লুট করে। এমনকী দোকানের বিভিন্ন সরঞ্জাম আটকে রেখে আমাকে মারধরও করেন। দোষীদের উপযুক্ত শাস্তি চাই।’ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আরাফাত। তিনি বলেন, এলাকায় আমি ঝামেলা থামাতেই গিয়েছিলাম। এই প্রসঙ্গে জলপাইগুড়ির জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, ‘এমন ঘটনা ঘটে থাকলে তা নিন্দনীয়। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখছি।’
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা