উত্তরবঙ্গ

বিপদসীমার কাছে ফুঁসছে আত্রেয়ী, স্লুইস গেট দিয়ে শহরে ঢুকছে জল

সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটে বৃষ্টি নেই। বাংলাদেশের জলেই ফুঁসছে আত্রেয়ী। বিপদসীমার একেবারে কাছে চলে এসেছে জল। ফলে বালুরঘাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের আত্রেয়ী কলোনিতে রাতেই জল ঢুকে পড়ল। বেশ কয়েকটি পরিবার ফ্লাড সেন্টারে আশ্রয়ও নিয়েছে। এদিকে ৩ নম্বর ওয়ার্ডেরও অত্রি কলোনির স্লুইস গেট দিয়ে রাতে জল ঢুকতে শুরু করে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ পুর প্রতিনিধিরা। এছাড়াও সেচদপ্তরের তরফে বালির বস্তা দিয়ে স্লুইস গেটে জল ঢোকা বন্ধ করা হয়। সেইসঙ্গে পাম্পের সাহায্যে জল ফের নদীতে ফেলার ব্যবস্থা করা হয়। এদিকে রাতভর জল ঢোকা নিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। রাত ৩টা পর্যন্ত পুর চেয়ারম্যান সহ অন্যান্য প্রতিনিধিরা নানা এলাকা ঘুরে দেখেন। 
দক্ষিণ দিনাজপুর জেলা সেচদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অঙ্কুর মিশ্র বলেন, আত্রেয়ীর জল প্রাক বিপদসীমার খুব কাছেই রয়েছে। জল ক্রমশ বাড়ছে। বাইরে থেকেই এই জল আসছে। গতকাল রাতে স্লুইস গেটের কাজ করেছি। বাঁধের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, গতকাল রাত থেকে স্লুইস গেটের কাছে আমরা ছিলাম। বালির বস্তা  দিয়ে জল আটকানো হয়েছে। এছাড়াও পাম্প দিয়ে জল নদীতে পাঠানো হচ্ছে। আমরা ফ্লাড শেল্টার খুলেছি। আত্রেয়ী কলোনির কয়েকটি পরিবার সেখানে আশ্রয় নিয়েছে।
আত্রেয়ী কলোনির বাসিন্দা আশা বাসফোর ও জয় বাসফোর বলেন, প্রতি বছর নদীতে জল বাড়লেই  আমাদের এখানে জল ঢুকে যায়। রবিবার রাতে আমরা বাড়িঘর ছেড়ে ফ্লাড শেল্টারে আশ্রয় নিয়েছি।
সেচদপ্তর জানিয়েছে, বালুরঘাটের আত্রেয়ীর জলস্তর ২২.০৯ মিটার রয়েছে। আত্রেয়ীর জল ঊর্ধ্বমুখী রয়েছে। ২২.৫৫ মিটার পার হলেই প্রাক বিপদসীমা পেরিয়ে যাবে। ফলে আত্রেয়ী কলোনির আরও বাড়িতে জল ঢুকে পড়বে। এদিকে কুমারগঞ্জ থেকে পতিরাম এবং পতিরাম থেকে বালুরঘাটের নদীপাড়ের বিস্তীর্ণ এলাকায় কৃষিজমি রয়েছে। অনেক জমিতেই জল ঢুকে পড়েছে। ফলে আতঙ্কে ঘুম উড়েছে কৃষকদের। নদীর জল আরও বাড়লে বিস্তীর্ণ কৃষিজমি জলের তলায় চলে যাবে। ফলে সব্জির জমির ব্যাপক ক্ষতি হতে পারে। 
অন্যদিকে, বালুরঘাট শহর ও শহর সংলগ্ন অনেক জায়গাতেই বাঁধের অবস্থা বেহাল। ওই বাঁধ ভেঙে গেলে জল ঢুকে যাবে। সেচদপ্তর, পুরসভা ও ব্লক প্রশাসনের তরফে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। গতকাল থেকে বালুরঘাটে বৃষ্টি হয়নি। কিন্তু নদীর জল ক্রমশ বাড়ছে। বাংলাদেশে বৃষ্টিপাত হলে আরও জল আসতে পারে বলে আশঙ্কা বাড়ছে।
আত্রেয়ী নদীর জল বেড়েছে। স্লুইস গেট পরিদর্শন করছেন সেচদপ্তরের আধিকারিকরা। - নিজস্ব চিত্র।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা