রাজ্য

আগুনের গ্রাসে শিয়ালদহ ইএসআই হাসপাতাল, ক্যান্সার আক্রান্তের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার ভোরে শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুন লাগে। ১০টি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টা দেড়েকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ার জেরে আরও অসুস্থ হয়ে পড়েন বহু রোগী। তার মধ্যে একজন ক্যান্সার রোগীর মৃত্যুও হয়েছে। তাঁর নাম উত্তম বর্ধন। বাড়ি বনগাঁ গাইঘাটা থানার ঢাকুরিয়ায়। ঘটনার জেরে বহু রোগীকে শিয়ালদহ থেকে মানিকতলা ইএসআইতে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। অনির্দিষ্টকালের জন্য ওপিডি বন্ধ রাখার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালের অপারেশন থিয়েটার সহ পার্শ্ববর্তী একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। অন্যদিকে, এই ঘটনায় কেন্দ্রীয় সরকারি হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে ইএসআই হাসপাতালের পোস্ট অপারেটিভ এইচডিইউতে। খবর পেয়ে দফায় দফায় ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। এসি থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। পাশেই অপারেশন থিয়েটার সংস্কারের কাজ চলছিল। আগুন ছড়িয়ে পড়ে সেখানেও। আগুন নিয়ন্ত্রণে আনতে পড়িমড়ি চেষ্টা চালান দমকল কর্মীরা। পাশেই রয়েছে মেইল সার্জিক্যাল ওয়ার্ড। প্রবল ধোঁয়ায় হাসপাতালের একাংশ ঢেকে যায়। দমবন্ধ হয়ে আসে রোগীদের। আতঙ্কে ছুটোছুটি শুরু হয়ে যায় হাসপাতালের করিডরে। কোনওক্রমে মেইল ওয়ার্ড থেকে রোগীদের বাইরে বের করে আনা হয়। কাউকে স্ট্রেচারে, কাউকে হুইলচেয়ারে বাইরে নিয়ে আসেন হাসপাতালের কর্মীরা। 
প্রত্যক্ষদর্শী রোগী বাঁশবেড়িয়ার বাসিন্দা দেবাশিস ভট্টচার্য বলেন, ভোরের দিকে আওয়াজে চোখ খুলে দেখি আগুন লেগেছে। কয়েক মিনিটের মধ্যেই গোটা ওয়ার্ড ধোঁয়ায় ভরে যেতে লাগল। চোখমুখ জ্বালা করছে। সেই অবস্থায় কোনওমতে হাসপাতালের কর্মীরাই বাইরে বের করে আনেন। বাইরে গাছের তলায় স্ট্রেচারে শুয়ে অপর রোগী আরিব্বক মোল্লা বলেন, চোখের সামনে যেন মৃত্যু দেখছিলাম। ধোঁয়ায় দমবন্ধ হয়ে আসছিল। তবে, এই পরিস্থিতিতে বাইরে নিয়ে আসা সম্ভব হয়নি উত্তম বর্ধনকে। তাঁর পরিবারের তরফে দাবি করা হয়েছে, উত্তমবাবু কোলন ক্যান্সারে ভুগছিলেন। দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে ওই ইএসআই হাসপাতালেরই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। পরে হাসপাতালের তরফ থেকে জানানো হয় মৃত্যু হয়েছে ওই রোগীর। তবে, দমকলের তৎপরতায় আগুন বিশেষ ছড়ায়নি। সাড়ে ৬টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনার সময় হাসপাতালের রোগীদের দ্রুত সরানোর ব্যবস্থা করা হয়। হাসপাতালের তরফে সুপার অদিতি দাস বলেন, মোট ৯৩ জন রোগী সেখানে ভর্তি ছিলেন। ঘটনার জেরে একজন রোগী মারা গিয়েছেন। ৪৯ জনকে মানিকতলা ইএসআইতে ও একজনকে বালিটিকুরি পাঠানো হয়। বাকিদের মধ্যে ২৪ জনকে শিয়ালদহ হাসপাতালেরই অন্যত্র স্থানান্তর করা হয়েছে। ১৬ জন রোগীকে এদিন ছুটি দেওয়া হয়। তিনি আরও জানান, একজন রোগীর অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার শিয়ালদহ ইএসআই হাসপাতালে আগুন (বাঁদিকে)। সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রোগীদের। -নিজস্ব চিত্র 
2h 2m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা