রাজ্য

‘বিজয়া সম্মিলনি’ নিয়ে লেজেগোবরে বিজেপি, উপ নির্বাচনের প্রস্তুতির মধ্যেই সাংগঠনিক খামতি প্রকট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাস ঘুরলেই রাজ্যের ছ’টি বিধানসভার উপ নির্বাচন। দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের অন্দরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি এই নির্বাচনে কতটা লড়াই দিতে পারবে, তা নিয়ে দলের অন্দরেই সংশয় রয়েছে। কারণ, গত ২০ সেপ্টেম্বর দলের রাজ্য সভাপতি হিসেবে কার্যকালের মেয়াদ শেষ করেছেন বালুরঘাটের এমপি সুকান্তবাবু। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ব্যস্ততার কারণে সংগঠনে যথেষ্ট সময়ও দিতে পারছেন না তিনি। এই অবস্থায় ‘শীতঘুমে’ চলে যাওয়া নিচুতলার কর্মীদের জাগানোই মূল চ্যালেঞ্জ বিজেপির। কারণ, ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী বাংলায় অধিকাংশ উপ নির্বাচনে গোহারা হেরেছে পদ্ম-পার্টি। পরিষদীয় দলের শক্তিও ক্রমশ ক্ষয় হয়েছে। এর মধ্যেই নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট এবং সিতাই কেন্দ্রে ভোট। এর মধ্যে একমাত্র মাদারিহাট বিজেপির দখলে ছিল। সেখানকার বিধায়ক মনোজ টিগ্গা সদ্যসমাপ্ত লোকসভা ভোটে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। এমন একটি আসনেও উপ নির্বাচনে পদ্ম ফুটবে কি না, তা নিয়ে আত্মবিশ্বাসী নন বিজেপি নেতারা। ফলত বাকি পাঁচ আসনের সম্ভাব্য ফলাফল নিয়ে তাঁরা কী আশা করছেন, তার একটা ইঙ্গিত মিলছে। 
এই আবহে পুজোর পর বিজেপির বিজয়া সম্মিলনিগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, বিগত দিনেও দেখা গিয়েছে, বিজয়ার অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য নেতারা জেলায় জেলায় জনসংযোগ ঝালিয়ে নিতেন। বুথ কিংবা মণ্ডল স্তরের নেতৃত্বের সঙ্গে নিজেদের বোঝাপড়া বাড়িয়ে নেওয়ার সুযোগও পেতেন তাঁরা। কিন্তু চলতি বছর এখনও পর্যন্ত রাজ্যজুড়ে বিজেপির বিজয়া সম্মিলনি নিয়ে কোনও আনুষ্ঠানিক কর্মসূচি তৈরি হয়নি। দলের এক নেতা বলেন, ‘দিলীপ ঘোষের জমানায় এই বিজয়া সম্মিলনির মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি হয়েছে। নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বাংলাজুড়ে এই অনুষ্ঠানে সমস্ত পর্যায়ের নেতারা অংশ নিতেন। মিষ্টিমুখ, কিছু সাস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হতো। তার মধ্যেই চলত নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই করে আশু কর্মসূচির পরিকল্পনা। কিন্তু বর্তমানে দলের ক্ষমতাসীন গোষ্ঠীর নেতারা কর্মী-সমর্থকদের মাঝে থাকতে খুব একটা সাবলীল নন। বরং ঠান্ডাঘরে বসে অনুগতদের দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করাতেই তাঁরা বেশি ব্যস্ত!’ ওই নেতার আরও দাবি, আর জি কর আন্দোলনের আবহে এই প্রথম উপ নির্বাচনে বিজেপি ‘হোয়াইট ওয়াশ’ হয়ে গেলে ২০২৬-এর বিধানসভার দেওয়াল লিখনও অনেকটা স্পষ্ট হয়ে যাবে।
3h 3m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা