রাজ্য

সিভিকদের বেতন বৃদ্ধি নিয়ে নির্দিষ্ট রূপরেখা বানাতে তৎপরতা নবান্নে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হঠাৎ হঠাৎ বেতন বৃদ্ধি। সিভিকদের কত শতাংশ বেতন বাড়বে, তাই নিয়ে কোনও নির্দিষ্ট রূপরেখা নেই। সিভিক ভলান্টিয়ার নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্যের পরই নড়েচড়ে বসেছে নবান্ন। এই সংক্রান্ত বিষয়ে একটি সুনির্দিষ্ট নিয়মাবলি ও গাইডলাইন তৈরির জন্য তোড়জোড় চলছে বলে সূত্রের খবর। পাশাপাশি সিভিকদের বেতন দিতে পুলিস বাজেট থেকে কত টাকা খরচ হয়েছে, তার হিসেবনিকেশ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
চলতি বছরে সিভিক ভলান্টিয়ারদের জন্য এক হাজার টাকা বেতন বৃদ্ধি করে রাজ্য সরকার। সবমিলিয়ে তাঁরা দশ হাজার টাকার কিছু বেশি হাতে পাবেন। এরজন্য রাজ্য ১৮০ কোটি বরাদ্দ করেছে। নবান্ন সূত্রে খবর, সিভিকদের বেতনের জন্য নির্দিষ্ট কোনও হেড নেই। রাজ্য পুলিসের জন্য বরাদ্দ বাজেটের টাকা থেকেই কাটছাঁট করে তাঁদের প্রতি মাসের বেতন মেটানো হয়। এরফলে প্রতি মাসে রাজ্য সরকারের বিপুল পরিমাণ টাকা চলে যায় এই খাত থেকে। যে কারণে অনেক জিনিস কেনাকাটা আটকে যাচ্ছে।  সিভিকদের বেতন কোথা থেকে হচ্ছে, তার নথি প্রস্তুত করছেন প্রশাসনের কর্তারা।  আইনি পথে ও নিয়ম মেনেই যে তাঁদের বেতন দেওয়া হচ্ছে, তা নথি দিয়ে তুলে ধরা হবে রাজ্যের তরফে। 
রাজ্য পুলিস সূত্রে খবর, সিভিকদের বেতনবৃদ্ধি কীভাবে হবে, সেই সংক্রান্ত সুস্পষ্ট কোনও গাইডলাইন নেই। এমনকী কতদিন অন্তর বেতনবৃদ্ধি হবে, তাও কোথাও বলা হয়নি। তাই অন্য সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময় অন্তর বেতন বৃদ্ধি ঘটলেও সিভিকদের ক্ষেত্রে তা হয় না। হঠাৎ হঠাৎ তাঁদের বেতন বাড়ে। কিন্তু তার পরিমাণ সামান্য। চুক্তিভিত্তিক হওয়ায় তাঁদের পিএফের কোনও ব্যবস্থা নেই। কেবলমাত্র স্বাস্থ্যবিমার সুবিধা পান তাঁরা। এরজন্য বেতন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়।  কীভাবে নিয়ম মেনে নির্দিষ্ট সময় অন্তর তাঁদের বেতন বাড়ানো যায়, তার জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
2h 2m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা