রাজ্য

তন্তুজ পোশাকের স্টল খুলছে সকলের জন্য, উৎসবের ‘আঁচ’ বিধানসভাতেও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গোৎসবের আর একমাসও বাকি নেই। পুজো উদ্যোক্তাদের প্রস্তুতি এখন তুঙ্গে। পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির কাজ চলছে জোর কদমে। শুরু হয়ে গিয়েছে কেনাকাটার পর্বও। আর প্রেক্ষাপটেই এবার উৎসবের ‘আঁচ’ এসে পড়ল পশ্চিমবঙ্গ বিধানসভাতেও। আজ, শুক্রবার থেকে খুলছে বিধানসভার অভ্যন্তরে শাড়ি-জামাকাপড় কেনার কাউন্টার। আয়োজনে তন্তুজ ও বিধানসভার সমবায় সংস্থা। ২ অক্টোবর মহালয়া। ষষ্ঠী ৯ অক্টোবর। ফলে দুর্গাপুজোর আগে হাতে একমাসও নেই। শহর-জেলা জুড়ে পুজোর আবহ একটু একটু বাড়ছে। শহর কলকাতার বিভিন্ন প্রান্তে পুজো কমিটির হোর্ডিং পড়ে গিয়েছে। প্যান্ডেল  তৈরি এবং প্রতিমা গড়ার কাজ চলছে একসঙ্গে। এমনকী এও দেখা গিয়েছে, কলকাতার বিভিন্ন মোড়ে বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনী হোর্ডিং পড়ে গিয়েছে। উৎসবের এই পরিসরে এবার জুড়ে গেল রাজ্য বিধানসভারও নাম! এই প্রথম বিধানসভার অভ্যন্তরে একটি বিপণন কাউন্টারের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে শাড়ি, পাঞ্জাবি প্রভৃতি নানা ধরনের পোশাক পাওয়া যাবে। তন্তুজ সংস্থার পক্ষ থেকে এই সমস্ত পোশাক বিক্রি করা হবে। থাকছে বিশেষ ছাড়েরও ব্যবস্থা।
বিধানসভার হাইকোর্ট সংলগ্ন গেট দিয়ে প্রবেশের পরই তন্তুজ’র বিপণন কাউন্টার। গুরুত্বপূর্ণ এই গেট দিয়ে সাধারণ মানুষ বিধানসভায় প্রবেশ করে শাড়ি, জামাকাপড় কিনতে পারবেন। সাধারণত বিধায়করা, বিধানসভার কর্মচারীরা এবং নির্দিষ্ট পরিচয়পত্রধারী সাংবাদিকরা বিধানসভায় প্রবেশ করতে পারেন। কিন্তু আজ থেকে আগামী কয়েকদিন সাধারণ মানুষও বিধানসভার একটি নির্দিষ্ট গেট দিয়ে ঢুকতে পারবেন। তবে সেখানে প্রবেশ করার পর কেনাকেটা সেরেই একই গেট দিয়ে ক্রেতাদের বেরিয়ে যেতে হবে। বিধানসভার সর্বত্র ঘোরাঘুরি করার সুযোগ তাঁদের ক্ষেত্রে নেই। তবু একটিবারের জন্য বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করে কেনাকাটা করার সুযোগ অনেকেই হাতছাড়া করবেন না বলেই মনে করেন সচিবালয়ের অফিসাররা।
5d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা