বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

আজ সুপ্রিম কোর্টে শুনানি, স্টেটাস রিপোর্টে টালা ওসির গাফিলতি?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট জমা পড়বে। তাতে নতুন কী তথ্য থাকছে এবং তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই কী জানাতে চলেছে, সেটাই এখন আতশকাচের তলায়। নতুন প্রমাণ তুলে ধরতে না পারলে এজেন্সির তদন্ত প্রক্রিয়াই বড়সড় প্রশ্নের মুখে পড়ে যাবে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আঁটঘাট বেঁধেই তারা রিপোর্ট জমা দিচ্ছে। শুনানির তিন দিন আগে টালা থানার ওসিকে গ্রেপ্তার এবং ধর্ষণ-খুন মামলাতেই সন্দীপ ঘোষকে রি-অ্যারেস্ট করে ইতিমধ্যেই খানিক মুখরক্ষার ব্যবস্থা করে ফেলেছে তারা। প্রকাশ্যে বলতে না চাইলেও সিবিআইয়ের ইঙ্গিত, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল কী কী ভুল করেছিলেন এবং সেগুলি লালবাজারের তৈরি করা সিটের নজর কীভাবে এড়িয়ে গিয়েছিল, তা রিপোর্টে থাকতে পারে। বৃহত্তর ষড়যন্ত্রে কারা কারা জড়িত, সেও সংক্রান্ত তথ্যও সুপ্রিম কোর্টের কাছে জমা পড়তে পারে। 
সিবিআইয়ের জেরায় টালা থানার ওসি অবশ্য প্রথম থেকেই সহযোগিতা করছেন বলে খবর। বারবার তদন্তকারীরা জানতে চেয়েছেন, প্রক্রিয়াগত ভুল তিনি কেন করলেন? ওসি স্পষ্ট জানিয়েছেন, আইনগতভাবে কোথাও কোনও ভুল হয়নি। থানায় খবর আসার সঙ্গে সঙ্গে অফিসার আর জি করে চলে গিয়েছিলেন। যে ডায়াসে তরুণী পড়েছিলেন, সেই এলাকা সাদা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। ঘরে ঢুকলেও ওই জায়গায় কাউকে যেতে দেওয়া হয়নি। ভিডিওগ্রাফি করা হয়েছে পুরোটাই। জিডি এন্ট্রি করা হয়েছে খবর আসার সঙ্গে সঙ্গে। হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ জমা করেছে দুপুর ২টো ৫০ মিনিটে। দেহ ময়নাতদন্তে পাঠানো, ফরেন্সিক টিমকে দিয়ে নমুনা সংগ্রহ সহ একাধিক কাজ করতে গিয়ে থানায় ফিরতে দেরি হয়েছে। তাই রাত ১১টা ৪৫ বেজেছে। এর মধ্যে কোনও ভুল নেই। এফআইআর হওয়ার আগেই তদন্ত শুরু হয়েছে। উল্টে তদন্তকারী আধিকারিকদের তিনি প্রশ্ন করেন, ভুলটা কোথায় হয়েছে খুঁজে দিন। অভিজিৎবাবু সিবিআইকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, তদন্ত শুরু না হলে প্রশ্ন তুলতে পারতেন যে, ধর্ষণ-খুনের কেসে দেরি হল কেন? তিনি কখন পৌঁছলেন বড় কথা নয়। কাজ কী হয়েছে, সবকিছু নিয়ম মতো করা হয়েছে কি না, এটাই বিচার্য বিষয়। তিনি প্রতিনিয়ত তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলেছেন। সঞ্জয়ের পোশাক পরের দিন বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। কেউ তাঁকে কোনও চাপ দেননি। তিনি কী করছেন, সকলেই জানতেন এবং দেখিয়েই করেছেন।
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা