রাজ্য

ফলন বাড়াতে আমবাগান তৈরির পরিকল্পনা উদ্যানপালন দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরের পেয়ারার নামডাক সর্বত্রই। এখানে প্রতি বছরই প্রচুর ফলন হয় পেয়ারার। এবার পেয়ারার পাশাপাশি আমেও তাক লাগাতে চাইছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উদ্যানপালন বিভাগ। সেকারণে আমবাগান তৈরির পরিকল্পনা নিয়েছে তারা। ঠিক হয়েছে, জেলায় প্রায় চার লক্ষ আমের চারা বিলি করা হবে। গতবারের তুলনায় যা দ্বিগুণ। আধিকারিকরা মনে করছেন, এই চারাগাছ বড় হলে কয়েক বছর পর থেকেই ভালো ফলন পাওয়া যাবে। তখন মালদহ, মুর্শিদাবাদের মতো দক্ষিণ ২৪ পরগনা জেলাও আমের ফলনের অংশীদার হতে পারবে।
জানা গিয়েছে, পঞ্চায়েত স্তরে আমের চারা বিলি শুরু হয়েছে। ফল চাষিদের পাশাপাশি বহু সাধারণ মানুষ ও যাঁরা বাগান করতে ভালোবাসেন, এমন অনেকেই চারা নিতে আগ্রহ দেখিয়েছেন। সব মিলিয়ে সাত প্রজাতির আমের চারা বিলি করা হবে। সেগুলি হল আম্রপালি, হিমসাগর, গোলাপখাস, আলফান্সো, দোফলা, বারোমাসি এবং কাটিমন। তার মধ্যে আম্রপালি এবং আলফান্সো আমের চারা বেশি বিলি করা হবে। সূত্রের খবর, প্রতি বছরই জেলাগুলিকে উদ্যানপালন দপ্তর বিভিন্ন ফল গাছের চারা দেয়। একেকটি আম বাগান তৈরির জন্য কয়েকটি ব্লককে চিহ্নিত করা হয়েছে। যেমন আম্রপালির চারার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে গোসাবা, ক্যানিং ১ ও ২, মথুরাপুর ১ এবং ভাঙড় ১ নম্বর ব্লক। তেমনই হিমসাগরের চারা বেশি করে রোপণ হবে কাকদ্বীপ মহকুমা এবং মগরাহাট ১, মথুরাপুর ১ এবং ভাঙড় ১ নম্বর ব্লকে। বারুইপুরে আলফান্সো এবং বারোমাসি আমের বাগান করার জন্য বেশি চারা দেওয়া হবে। জেলার তথ্য অনুযায়ী, গতবার ছয় প্রজাতির আমগাছের চারা বিলি করা হয়েছিল। দেওয়া হয়েছিল ২ লক্ষ ১২ হাজার চারা। এবার সব মিলিয়ে বিলি হবে ৩ লক্ষ ৯৩ হাজার ৭৫০টি চারা।
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা