বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

স্ত্রীকে নৃশংসভাবে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর! চাঞ্চল্য বহরমপুরে

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: স্ত্রীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম ফতেমা বিবি (৫৭)। তাঁর বাড়ি খাগড়ার বড়মুড়ির ধার এলাকায়। অভিযুক্ত স্বামী জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ, মঙ্গলবার সকালে বহরমপুর থানার পুলিসের কাছে খবর আসে, যে একটি বাড়িতে দম্পতির দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুরের খাগড়া ফাঁড়ির পুলিস। ঘটনাস্থলে গিয়ে পুলিস দেখে, দম্পতির দেহ পড়ে রয়েছে। শরীরে একাধিক ক্ষতচিহ্নও রয়েছে।  গোটা ঘর রক্তাক্ত। দু’জনকে উদ্ধার করে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা ফতেমাকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে তাঁর স্বামী সারাফাত হোসেন অচৈতন্য অবস্থায় রয়েছেন। তাঁর চিকিৎসা শুরু হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আজ, মঙ্গলবার সকালে খাগড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে, ফতেমা ও সারাফাতের মধ্যে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল। ফতেমা অসুস্থ হওয়ায় তাঁর স্বামী চিন্তায় ছিল। এর মাঝে গতকাল, সোমবার রাতে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। অশান্তি চলাকালীন সারাফাত তাঁর স্ত্রীকে ধাক্কা মারে। সেই সময় মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান ফতেমা। সেই সুযোগে ধারালো ব্লেড নিয়ে স্ত্রীর দেহের বিভিন্ন জায়গায় সারাফাত আঘাত করে বলে অভিযোগ। দেহের বেশ কিছু শিরাও নাকি কেটে দেয় সে। যার ফলেই মৃত্যু হয় ফতেমার। তারপর নিজেও আত্মহত্যার চেষ্টা করে সারাফাত। ব্লেড দিয়ে নিজের গায়ে আঘাত করতে থাকে। শেষে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। এই ঘটনায় বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ জানিয়েছেন, ‘অভিযুক্ত স্বামীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই সারাফাতকে গ্রেপ্তার করা হবে। অন্যদিকে ফতেমার দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা