রাজ্য

উৎসবের মরশুমে আলুর কেজি প্রতি দাম ৩০ টাকার নীচে নামাতে তৎপর রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনে উৎসবের মরশুম। সেই দিকে তাকিয়ে খোলাবাজারে কেজি প্রতি আলুর দাম ৩০ টাকার নীচে নামাতে তৎপর রাজ্যের কৃষি বিপণন দপ্তর। দপ্তরের দাবি, গত এক মাসে সব্জির যে দাম ছিল, তার থেকে অনেকটাই এখন কমেছে। এবার লক্ষ্য, উৎসব মরশুমের আগেই সব্জির দামকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসা। রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না দাবি করেছেন, অনাবৃষ্টির কারণে উৎপাদন কম হওয়ায় সব্জির দাম মাসখানেক আগে বেড়ে গিয়েছিল। এখন সেই দাম ৪০ শতাংশ কমেছে। সাধারণ মানুষ যাতে তাঁদের সাধ্যের মধ্যে সব্জি কিনতে পারেন, সেদিকেই আমাদের নজর।
রাজ্যে সুফল বাংলার ৪৯৩টি স্থায়ী এবং ১২৫টি অস্থায়ী কাউন্টার রয়েছে। সেখানে ২৮ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি করছে রাজ্য। মানিকতলা থেকে গড়িয়াহাট পর্যন্ত খোলাবাজারে আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে। কৃষি বিপণন দপ্তরের দাবি, রাজ্যে যখন ৩০ টাকার আশপাশে আলুর দাম বেঁধে রাখা গিয়েছে, তখন বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেজি প্রতি আলুর দাম অনেকটাই বেশি। পরিসংখ্যান বলছে, উত্তরপ্রদেশে প্রায় ৩৪ টাকা, অসমে ৩৮ টাকা, মধ্যপ্রদেশে ৩৪ টাকা, মহারাষ্ট্রে ৪০ টাকা দরে আলু বিক্রি হচ্ছে।
সুফল বাংলার কাউন্টারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। সেখানে খোলাবাজারে পেঁয়াজের দাম ৪৫ থেকে ৫০ টাকা, কোথাও কোথাও ৫৫ টাকাতেও বিকোচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম কমবে বলে দাবি কৃষি বিপণনমন্ত্রীর। বর্তমানে কাঁচা লঙ্কার দাম কিছুটা বেশি। দেখা যাচ্ছে, ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচালঙ্কা। সুফল বাংলার স্টলে অবশ্য তা মিলছে ৯৫ টাকায়। কাঁচালঙ্কার দামও কমানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা