রাজ্য

শহরতলির একাধিক হাসপাতালে প্রতিবাদের সঙ্গে পরিষেবাও স্বাভাবিক রাখলেন ডাক্তাররা

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগী ভোগান্তি চরমে উঠলেও ভিন্ন চিত্রও চোখে পড়েছে। বুধবার বারাকপুরের বিএন বসু হাসপাতাল, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে রোগী পরিষেবার ক্ষেত্রে কোনও প্রভাব পড়েনি। দুপুর একটা পর্যন্ত বারাকপুর বিএন বসু হাসপাতালে ওপিডি’তে ৪৬৫ জনের চিকিৎসা হয়েছে। সমস্ত চিকিৎসকরা এসেছেন। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আউটডোরে ৫০৫ জন এবং ইমার্জেন্সিতে ২০১ জনের চিকিৎসা হয়েছে। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের ওপিডিতে ১৩৪ জনের এবং ইমার্জেন্সিতে ২৫ জনের চিকিৎসা হয়েছে। 
বারাকপুর বি এন বসু হাসপাতালের সুপার অমিতাভ ভট্টাচার্য জানান, আমাদের হাসপাতালে কোনও প্রভাব পড়েনি। চিকিৎসকরা এসেছেন, ওপিডিতে রোগীকে দেখেছেন। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার মিজানুল ইসলাম বলেন, আমাদের হাসপাতালে চাপ একটু বেশি ছিল। একই অভিজ্ঞতা নৈহাটি হাসপাতালেরও। সেখানেও আউটডোর পরিষেবা চালু ছিল, জানিয়েছেন সুপার অমিত দুবে। 
এদিন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পরিষেবা স্বাভাবিক ছিল। সেখানে সকাল থেকে প্রচুর রোগীর ভিড় দেখা গিয়েছে। তা দেখে আউটডোর খুলে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এই হাসপাতালে প্রতি বিভাগ খোলা ছিল। কালো ব্যাজ পরে চিকিৎসকরা রোগী দেখেন। এছাড়াও কাকদ্বীপ মহকুমার কয়েকশো গ্রামীণ স্বাস্থ্য ও আশাকর্মী মৌন মিছিল করেন। হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালেও কর্মবিরতির কোনও প্রভাব পড়েনি। আউটডোর পরিষেবা সচল ছিল। হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস বলেন, এদিন আউটডোর পরিষেবা স্বাভাবিক ছিল। 
হুগলির জেলা সদর থেকে গ্রামীণ হাসপাতাল, সর্বত্র চিকিৎসকরা প্রতিবাদে শামিল হয়েছিলেন। তবে পরিষেবা খুব একটা বিঘ্নিত হয়নি। চিকিৎসাধীন রোগীদের পরিষেবার পাশাপাশি বহির্বিভাগে আসা রোগীদেরও পরিষেবা দেওয়া হয়েছে। হুগলি জেলা সদর হাসপাতাল তথা  চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল গত কয়েকদিন ধরেই প্রতিবাদ মুখর। চিকিৎসকরা বহির্বিভাগের নির্দিষ্ট স্থানের পরিবর্তে লিফ্টের সামনে একটি জায়গায় বসছেন। বলাগড়, পাণ্ডুয়া, চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালেও পরিষেবা ও প্রতিবাদ একইসঙ্গে চালিয়েছেন চিকিৎসকরা। কালো ব্যাজ পরে পরিষেবা দিয়েছেন। হুগলির শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালেও পরিষেবা মোটের উপরে স্বাভাবিক ছিল। হুগলির শ্রীরামপুরের বিধায়ক তথা রাজ্যে মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ্ত রায় বুধবারও চিকিৎসকদের পরিষেবা বিঘ্নিত না করার আবেদন করেছেন।
28d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা