রাজ্য

চলে গিয়েছেন বহু রোগী, পিজিতে ফাঁকা বেড
 

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘যে হাসপাতালে ভর্তি হতেই কালঘাম ছুটে যায়, সেই পিজি’তে ফাঁকা পড়ে রয়েছে বেড! আমরা তো ভাবতেই পারছি না। আসলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য বহু রোগী ডিওআরবি (ডিসচার্জ অন রিস্ক বন্ড) করিয়ে চলে গিয়েছেন’। বুধবার পিজি’র মেইন বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ভর্তি থাকা রোগীদের পরিবারের সদস্য ও আত্মীয়রা। তাঁদের কথায়, এক সপ্তাহ আগে ভর্তির সময় তিল ধারণের জায়গা ছিল না। আজ, বিভিন্ন ওয়ার্ডে প্রচুর বেড খালি!
দক্ষিণ ২৪ পরগনার পিন্টু মণ্ডলের স্ত্রী গত সাতদিন ধরে পিজিতে ভর্তি রয়েছেন। এদিন দুপুরে জুনিয়র ডাক্তারদের অবস্থান আন্দোলনের সামনেই বসেছিলেন তিনি। বললেন, ‘পিজিতে সবাই ভর্তি হতে পারেন না। কখনও বেড ফাঁকা থাকে না। যেদিন স্ত্রীকে নিয়ে এসেছিলাম, সেদিনও সব বেডে রোগী ছিলেন। কিন্তু, আন্দোলনের জন্য অনেক রোগী অন্যত্র চলে গিয়েছেন। হাসপাতালে বেড খালির এমন দৃশ্য আগে দেখিনি।’ তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। তাই অন্য জায়গায় নিয়ে যাওয়ার টাকা নেই। এখানেই রেখেছি। চিকিৎসকরাই ভরসা।’ দীপক দাস নামে এক রোগীর আত্মীয় বললেন, ‘মঙ্গলবার থেকে অনেক বেডই খালি হয়েছে। পিজিতে সারাবছর রোগীর চাপে বেড খালি কখনওই থাকে না। এই প্রথম ফাঁকা পড়ে থাকা বেড দেখলাম’।
পিজি সূত্রে জানা গিয়েছে, আন্দোলনের জেরে গত কয়েকদিনে রোগী ভর্তি খুব কম হচ্ছে। অপারেশন সহ বেশকিছু রোগী ছুটি নিয়ে অন্যত্র চলে গিয়েছেন। তার মধ্যে কেউ কেউ বেসরকারি জায়গাতেও চলে গিয়েছেন। সেই কারণেই কিছু বেড খালি হয়েছে। -নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা