রাজ্য

আঞ্চলিক অফিসগুলির উপর কেন্দ্রীয়ভাবে নজরদারি বাড়ানোর উদ্যোগ  কৃষিদপ্তরের

কৌশিক ঘোষ, কলকাতা: বিভিন্ন জেলায় কৃষি দপ্তরের আঞ্চলিক অফিসগুলির কাজকর্মের উপর কেন্দ্রীয়ভাবে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে দপ্তর। কৃষি দপ্তরের ডিরেক্টরেট থেকে কোনও আধিকারিক বা আধিকারিকদের টিম কোনও নির্দিষ্ট কাজ নিয়ে জেলা পরিদর্শনে গেলেও তাঁদের আরও কি কি কাজ করতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি গাইডলাইন তৈরি করে বিজ্ঞপ্তি জারি করেছে দপ্তর। এই ধরনেব উদ্যোগ আগে কখনও হয়নি বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছ। ডিরেক্টরেটের আধিকারিকরা জেলা পরিদর্শনে গেলে তাঁদের নির্দিষ্ট কাজগুলি শুধু করে আসতেন। কৃষি দপ্তরের নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের কেন্দ্রীয় নেতা পার্থ চট্টেপাধ্যায়। এতে  মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে তিনি মনে করেন।
রাজ্য সরকারের নিজস্ব ও কেন্দ্রের সঙ্গে যৌথভাবে একগুচ্ছ প্রকল্প কৃষি দপ্তর রূপায়ণ করে। অসংখ্য কৃষকের স্বার্থ এই প্রকল্পগুলির মাধ্যমে যুক্ত। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে দুবার আর্থিক অনুদান পান। এই প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা এখন ১ কোটির বেশি। কেন্দ্রীয় সরকারের কৃষকদের আর্থিক অনুদান দেওয়ার যে প্রকল্পটি আছে (পিএম কিষান) সেটিও দেখতে হয় কৃষি দপ্তরকে। বাংলা শস্য বিমা প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা ১ কোটির বেশি। কৃষকদের উন্নতি ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে একগুচ্ছ প্রকল্প আছে। তার মধ্যে রয়েছে-আরকেভিওয়াই, এটিএমএ, পিকেভিওয়াই প্রভৃতি।
বিভিন্ন প্রকল্প রূপায়ণ করার দায়িত্ব কৃষি ডিরেক্টরেটের। আধিকারিকদের যে গাইডলাইন দেওয়া হয়েছে, তাতে এই সব প্রকল্পগুলির উল্লেখ আছে। জেলা সফরে গেলে আধিকারিকদের এগুলি সম্পর্কে রিপোর্ট দিতে হবে। আরও কিছু বিষয়ে আধিকারিকদের রিপোর্ট দিতে বলা হয়েছে। সার সরবরাহ ও বন্টনের বিষয়টি কেমন আছে সেটা জানাতে হবে আধিকারিকদের। রবি ও খরিফ চাষের মরশুমে সার নিয়ে প্রায়শই সমস্যা তৈরি হয়।সারের অভাবে বা কালোবাজারে চড়া দামে বিক্রি হওয়ার জন্য চাষিদের সঙ্কটে পড়তে হয়। এই কারণে জেলগুলিতে সারের প্রকৃত পরিস্থিতি কি সেব্যাপারে অবহিত থাকতে চাইছে দপ্তর। বিভিন্ন জেলায়  কৃষি দপ্তরের  শতাধিক নিজস্ব খামার আছে। ওই খামারগুলির অবস্থা সম্পর্কে রিপোর্ট দিতে হবে আধিকারিকদের। জেলায় কৃষি দপ্তরের কাজকর্ম সম্পর্কে সাধারণ মতামত দিয়ে কিভাবে আরও উন্নতি করা যায় সেব্যপারে সুপারিশ করতেও বলা হয়েছে। পরিদর্শনের সময় জেলা অফিসগুলিতে আধিকারিকদের , ক্যাশ বুক, স্টক বুক, রেজিস্ট্রার প্রভৃতি গুরুত্বপূর্ণ নথিপত্র পরীক্ষার পাশাপাশি অডিট রিপোর্ট সংক্রান্ত বিষয়গুলিও দেখতে বলা হয়েছে।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা