রাজ্য

লটারিতে ১ কোটি টাকা, থানায় রাত কাটালেন চাকদহের দীনবন্ধু

সংবাদদাতা, কল্যাণী: প্রতিদিন লটারি কেটে শয়ে শয়ে টাকা খরচ করতেন। পরিবার নিষেধ করত। কিন্তু এ নেশা বড় ঩নেশা। ফলে হার মানত স্ত্রী-সন্তান। তবে সে নেশাই কোটিপতি বানিয়ে দিল চাকদহের পালপাড়া উত্তর এনায়েতপুরের দীনবন্ধু বিশ্বাসকে। সোমবার পালপাড়া স্টেশন থেকে বিকেল বেলা সাতশো টাকার লটারি কেটেছিলেন। এরপর বাড়ি থেকে স্নান-খাওয়াদাওয়া করে দোকানে এসে টিকিটটি মেলাতেই ভিরমি খাওয়ার মত অবস্থা। চোখ কচলে দেখেন, হাতে থাকা টিকিটগুলির মধ্যে একটির নম্বর দস্তুরমতো মিলে গিয়েছে প্রথম পুরস্কারের নম্বরের সঙ্গে। পুরস্কারমূল্য এক কোটি টাকা। সেনাবাহিনীর এই অবসরপ্রাপ্ত জওয়ান এমনিতে সাহসী। কিন্তু এতগুলো টাকার টিকিটটি নিজের হাতে ধরা রয়েছে দেখে বুকটা ছ্যাঁৎ করে ওঠে। এরপর কোনও কিছু না ভেবে চুপচাপ ট্রেন ধরে সোজা চলে যান চাকদহ থানায়। সেখান থেকে পরিবারকে জানান। থানায় পৌঁছে পুলিসের কাছে নিরাপত্তার আবেদন করেন। সবকিছু শুনে পুলিসও তাঁকে রাতে থানার মধ্যে থাকার পরামর্শ দেয়। তিনি লটারির টিকিটটি বুকে চেপে ধরে থেকে যান থানাতেই। মঙ্গলবার সকালে উঠে যান ব্যাঙ্কে। সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি সিকিউরিটি গার্ডের কাজ করতেন। পরিবারে রয়েছে এক ছেলে। দীনবন্ধুবাবু বলেন, ‘এত টাকা লটারিতে পেয়ে নিরাপত্তার অভাব বোধ করছিলাম। তাই থানায় চলে আসি। প্রচুর টাকা খরচ করেছি লটারি কেটে। আজ স্বপ্নপূরণ হল। ছেলেকে স্বাবলম্বী করে তুলব। বাড়ি সারাবো।’
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা