রাজ্য

সীমান্ত সুরক্ষায় ৩ দিনে বিএসএফ ও বিজিবির ৮৩টি ফ্ল্যাগ মিটিং

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাংলাদেশে অশান্তির জেরে পশ্চিমবঙ্গসহ পাঁচ সীমান্ত রাজ্যেই জওয়ানের সংখ্যা বাড়িয়েছে বিএসএফ। চলছে কড়া নজরদারি। ভারত-বাংলাদেশ সীমান্তের সুরক্ষায় গত তিনদিনে ৮৩টি ফ্ল্যাগ মিটিং করল বিএসএফ এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। এই আন্তর্জাতিক সীমান্তে কিছু ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে। সেখানে নিজ নিজ এলাকায় বিএসএফ এবং বিজিবি যৌথ টহলও দেয়। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী একে অপরের সঙ্গে সমন্বয় রেখে নজরদারি চালাচ্ছে।
বিএসএফ সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে ভারত-বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে ১০ আগস্ট একটি বৈঠক করে বিএসএফ। কর্তৃপক্ষের নির্দেশে বিজিবির সঙ্গে যোগাযোগ করেন বিএসএফের ডিজি। ইস্টার্ন কমান্ডের অধীনে বিভিন্ন জায়গায় তিনদিনে বিএসএফ-বিজিবির ৮৩টি ফ্ল্যাগ মিটিং হয়েছে। তাদের মধ্যে কথা হয়েছে সীমান্ত সুরক্ষা নিয়ে। অনুপ্রবেশ বন্ধ নিয়েও আলোচনা করে তারা।  বিএসএফের ইস্টার্ন কমান্ডের অধীনে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় ২৪১টি যৌথ টহল হয়েছে। সীমান্তের কাছে বাংলাদেশি নাগরিকদের চলে আসা ঠেকাতে বিজিবির ভূমিকার প্রশংসা করেছে বিএসএফ। ৯ আগস্ট হাজার দেড়েক বাংলাদেশি নাগরিক বাংলাদেশের অভ্যন্তরে কোচবিহার-লালমনিরহাট সীমান্তে কাছে জড়ো হন। তখন বিজিবি তাঁদের ফিরে যেতে রাজি করায়। এজন্য বাংলাদেশের লালমনিরহাট জেলায় বেসামরিক কর্তৃপক্ষের সাহায্যও নেয় তারা। বিজিবির সঙ্গে বিভিন্ন অপারেশনাল বিষয়ে ‘রিয়েল টাইম’ তথ্য শেয়ার করার জন্য একটি চ্যানেল তৈরি করা হয়েছে। এছাড়া বিএসএফ ইস্টার্ন কমান্ডের অধীনে আন্তর্জাতিক সীমান্তে বসবাসকারী ভারতীয় গ্রামবাসীদের সঙ্গে সমন্বয় বৈঠকও চলছে। বিএসএফ এপর্যন্ত গ্রামবাসীদের সঙ্গে এই ধরনের ২৩২টি বৈঠক করেছে।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা