রাজ্য

বুদ্ধদেবকে শেষশ্রদ্ধা বিধানসভায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য বিধানসভার প্রবীণ কর্মীরা বলছেন, শেষবারের মতো তিনি বিধানসভায় এসেছিলেন ২০১১’র জানুয়ারিতে।  বিধানসভার কার্যকালের শেষদিন শাসক ও বিরোধী বিধায়কদের একত্রে ‘গ্রুপ ছবি’ তোলার প্রথা আছে। ২০১১-তেও সেই গ্রুপ ছবি তোলা হয়। বিধানসভা প্রাঙ্গণের যেখানে সেদিন ছবি তোলা হয় শুক্রবার সেখানেই শবদেহবাহী গাড়িতে আনা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। শাসক ও বিরোধী সদস্যদের পাশাপাশি বিধানসভার কর্মীরা এবং বাইরেরও কিছু বিশিষ্ট ব্যক্তি তাঁকে শেষশ্রদ্ধা জানান। এসেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরো সময় দাঁড়িয়েছিলেন অভিষেক। তাঁর পাশে ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। কিছুটা দূরেই ছিলেন বিরোধী দলনেতা এবং কয়েকজন বিজেপি বিধায়ক। শ্রদ্ধা জানিয়ে তাঁরা চলে যান। কিন্তু স্পিকার, অভিষেক এবং প্রবীণ মন্ত্রীরা স্থান ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ চলে যাওয়ার পরেই। 
বিধানসভা প্রাঙ্গণে পশ্চিমদিকে ভবনে প্রবেশ করার সিঁড়ির উপর সাদা কাপড়ের ছাউনির নীচে পোডিয়াম বানিয়ে বুদ্ধদেববাবুর মরদেহ রাখার ব্যবস্থা করা হয়। ২০১০ সালে ওখানেই মঞ্চ তৈরি করা হয়েছিল জ্যোতি বসুর মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে তাঁর প্রতি শেষশ্রদ্ধা জানান তৎকালীন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, প্রবীণ বিজেপি নেতা এল কে আদবানি এবং বিভিন্ন দলের সর্বভারতীয় শীর্ষ নেতারা। এসেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এদিন নির্ধারিত সময়ে যে গাড়িতে বুদ্ধদেববাবুর দেহ আনা হয় সেটি ছিল পার্টির লাল পতাকায় মোড়া। ওইসঙ্গে আসেন বুদ্ধদেববাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং সন্তান সুচেতন ভট্টাচার্য। সিপিএমের প্রবীণ মন্ত্রী সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, রবীন দেব প্রমুখ। শ্রদ্ধা নিবেদনের জন্য বুদ্ধদেববাবুর মরদেহ সেখানে আধঘণ্টা রাখা হয়। মরদেহের মাথার কাছেই প্রথমে দাঁড়িয়েছিলেন মীরাদেবী। কিছু পরে সেখানেই একটি চেয়ারে বসেন তিনি। এদিন বিধানসভায় এসে শেষশ্রদ্ধা জানান প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, প্রাক্তন বিধায়ক অসিত  মিত্র, শান্তা ছেত্রী প্রমুখ। উত্তর গেট দিয়ে শববাহী গাড়ি বেরনোর পর বাইরের রাস্তায় সমবেত কিছু সিপিএম সমর্থক ‘লাল সেলাম’ জানিয়ে বিদায় জানান তাঁদের কমরেডকে।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা