রাজ্য

‘ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রে জাহাজ চালিয়েছেন অধ্যক্ষ’, বিধানসভায় শেষ ভাষণে বলেন বুদ্ধ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা পরিচালনার ক্ষেত্রে স্পিকার বা অধ্যক্ষকে জাহাজের একজন দক্ষ নাবিকের সঙ্গে তুলনা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১১ সালের ২৫ মার্চ বিধানসভায় সর্বশেষ ভাষণে তিনি বিধানসভা পরিচালনায় অধ্যক্ষকে কতটা দক্ষতার সঙ্গে সবকিছু সামলাতে হয়, তা তুলে ধরেছিলেন। বিধানসভার অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শাসক ও বিরোধী—উভয় পক্ষেরই পূর্ণ সহযোগিতা থাকা উচিত বলে ভাষণে মন্তব্য করেছিলেন তিনি। 
বিধানসভা অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব থেকে বিল কিংবা প্রস্তাবের উপর আলোচনায় দু’পক্ষের বিধায়কদের মধ্যে তর্ক লেগে থাকে। সাম্প্রতিক কালে তৃণমূল ও বিজেপির মধ্যে তার ব্যতিক্রম ঘটেনি। সেক্ষেত্রে সব দলের প্রতিনিধিকে সমান গুরুত্ব দিয়ে বিধানসভা পরিচালনা করতে পারা অধ্যক্ষের দক্ষতার পরিচায়ক বলেই মনে করা হয়। এই বিষয়টিই উঠে এসেছিল বিধানসভায় বুদ্ধদেববাবুর শেষ ভাষণে। বিধানসভার রেকর্ড থেকে জানা যাচ্ছে, বুদ্ধদেববাবু সেদিন বলেছিলেন, ‘অধ্যক্ষ ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রের মধ্যে জাহাজ চালিয়েছেন। বিরোধীরা চেষ্টা করেছে সেই জাহাজ ডুবিয়ে দিতে। কিন্তু একজন দক্ষ নাবিকের মতো, জাহাজের একজন দক্ষ ক্যাপ্টেনের মতো সেই জল-ঝঞ্জার মধ্যেও আপনি জাহাজকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আপনি সেই জাহাজকে তার লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। আপনি যাত্রীদের বাঁচিয়েছেন। আপনি সংসদীয় গণতন্ত্রকে বাঁচিয়েছেন। এই জন্যই আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাব।’ উল্লেখ্য, বুদ্ধদেববাবুর শেষ ভাষণের সময় বিধানসভার অধ্যক্ষ ছিলেন হাসিম আবদুল হালিম। 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা