রাজ্য

আতঙ্ক কাটাতে চিকিৎসার দোহাই দিয়ে অনেকে চলে আসছেন এপার বাংলায়

নিজস্ব প্রতিনিধি, পেট্রাপোল: ওপার বাংলা থেকে সহজে ভারতে আসতে দিচ্ছে না মাতব্বররা। বহু কাকুতিমিনতি করে চিকিৎসার কথা বললে তবেই তারা ভারতে আসতে অনুমতি দিচ্ছে। বৃহস্পতিবার পেট্রাপোল স্থলবন্দরের সামনে দাঁড়িয়ে এই কথাটাই বলতে শোনা গিয়েছে রাজেশ দাসকে (নাম পরিবর্তিত)। তিনি বলেন, স্বাস্থ্যপরীক্ষার নাম করে আমি কোনওক্রমে চলে এসেছি। নাহলে দুর্বৃত্তরা আমাদের বাঁচতে দিত না। আমি যাব মায়াপুর ইস্কনে। ওখানে যশোরের বাড়িতে বাবা-মা রয়েছেন। কবে বাড়ি ফিরব জানি না। একইভাবে হতাশার কথা শোনালেন চিকিৎসা করাতে আসা বিশ্বাস ও দাস পরিবার। 
বৃহস্পতিবার বিশ্বাস পরিবারের গৃহবধূ বলেন, গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়। কিন্তু তার মধ্যেও আশপাশে যে তাণ্ডবলীলা ক’দিন ধরে চলছে, তা ভোলার নয়। চল্লিশোর্ধ্ব ওই গৃহবধূ বলেন, মুক্তিযুদ্ধ চোখে না দেখলেও বইয়ে পড়েছি। কিন্তু এখন মনে হচ্ছে সেটাকে বদলে দিল এই ক’দিনের হানাহানি। গোপালগঞ্জে হিংসার পরিমাণ ছিল অনেক বেশি। বাড়ি ভাঙচুর হয়নি ঠিকই, কিন্তু ব্যাপক তাণ্ডব চলছে, সর্বত্র আগুন জ্বলেছে। এদিকে, দাসবাড়ির গৃহবধূ পম্পা দাস (নাম পরিবর্তিত) আক্ষেপের সুরে বলেন, ভয়ঙ্করভাবে হাসিনার বাসভবনে হামলা হয়েছে। আতঙ্ক নিয়েই আমরা ভারতে এসেছি চিকিৎসা করাতে। এরপর কলকাতাতে এক আত্মীয়ের বাড়িতে থাকব। পরিস্থিতি স্বাভাবিক হলে ক’দিন পরে বাড়ি ফিরব। 
অন্যদিকে ১ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন মৌসুমি-ফিরদৌসিরা। তাঁদের যাওয়ার কথা ছিল মেঘালয়। কিন্তু কেবল দার্জিলিং ঘুরেই তাঁরা তাঁদের বাড়ি যশোরে ফিরছেন। বৃহস্পতিবার ফিরদৌসি বলেন, এই অবস্থায় বাইরে মন থাকে না। তাই আনন্দ ভুলে বাড়ি ফিরব। মাঝে এমন পরিস্থিতি হয়েছিল, বাড়িতে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তাই বেড়ানোতে কাঁটছাট করে আমরা বাড়ি ফিরছি। ওখানে গিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা দেখেছি, সেটাই আতঙ্ক জাগানোর 
মতো।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা