কলকাতা

কীভাবে বেআইনি নির্মাণ, বিল্ডিং বিভাগের কর্তাকে ভর্ৎসনা মেয়রের

নিজস্ব  প্রতিনিধি, কলকাতা: বেআইনি নির্মাণ নিয়ে আদালতে মামলা চলছে। তার মধ্যেই অবৈধ বলে কলকাতা পুরসভা যা নির্মাণ ভেঙে দিয়েছিল তা আবার নতুন করে গড়ে তোলা হচ্ছে বলে অভিযোগ উঠল। শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে কড়েয়া এলাকা থেকে এমন অভিযোগ এসেছে। তা শোনার পর বিল্ডিং বিভাগের কাজ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ ব্যক্ত করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘আপনাদের কেলাসনেসের জন্য আমাদের বদনাম হতে হচ্ছে।’
কয়েক সপ্তাহ আগে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফোন করে কড়েয়া এলাকার একটি বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ জানান এক মহিলা। তাঁর অভিযোগ, ১০৫/৩সি কড়েয়া রোডে একটি অবৈধ নির্মাণ হচ্ছে। এরপর মেয়রের নির্দেশে সেখানে যান পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা। তারপর বেআইনি নির্মাণটি ভাঙা হয়। মামলা চলতে থাকে পুরসভার কোর্টে। এরই মধ্যে সেই বেআইনি নির্মাণকারী কলকাতা হাইকোর্টে মামলা করেন। আদালত পুরসভার ভাঙার নির্দেশে স্থগিতাদেশ দেয়। এর মধ্যেই ওই নির্মাণকারী দুষ্কৃতীদের দিয়ে অভিযোগকারী মহিলার বাড়ির তলায় থাকা একটি অফিসে হামলা চালায়। ভাঙচুর করে। এমনকী ওই মহিলাকে মারধরও করা হয় বলে অভিযোগ। তারপর পুলিসি হস্তক্ষেপে বিবাদ মেটে। কিন্তু এদিন ফের ফোন করে ওই মহিলা জানান, হাইকোর্ট থেকে ভাঙার উপর স্থগিতাদেশ পাওয়ার পর আইনের ফাঁক গলে এখন ফের নির্মাণ করা হচ্ছে। যা শুনেই রেগে যান মেয়র। উপস্থিত বিল্ডিং বিভাগের অফিসারকে প্রশ্ন করেন, ‘হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু নির্মাণ করতে তো বলেনি। তাহলে কেন আপনারা নজরদারি রাখছেন না। অন্যদের থেকে কেন শুনতে হচ্ছে। ফের নির্মাণ হয়ে থাকলে আপনারা কেন হাইকোর্টে পাল্টা গেলেন না?’ মেয়রের কথা শুনে অস্বস্তিতে পড়েন বিভাগীয় কর্তা। জানান, বিষয়টি দেখে নেওয়া হচ্ছে। এবার থেকে এমন অভিযোগ এলে আদালতে পাল্টা জানানো হবে। যা শুনে ফিরহাদ বলেন, ‘ওই প্রমোটার আপনার গালে থাপ্পড় মারল। আপনার কোনও প্রেস্টিজ নেই!’ দ্রুত হাইকোর্টে ফের আবেদন জানানোর পাশাপাশি ওই নির্মাণ স্থলে নিরাপত্তারক্ষী বসানোর নিদান দিয়েছেন মেয়র।
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা