কলকাতা

গত বছরের তুলনায় শহরে ডেঙ্গু আক্রান্ত ৩৭ শতাংশ কম: মেয়র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছরের তুলনায় চলতি বছর এখনও পর্যন্ত শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৭ শতাংশ কমেছে। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। যদিও তাঁর বার্তা, এতে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। লাগাতার সচেতনতা অভিযান এবং প্রয়োজনীয় ডেঙ্গু নিরোধক পদক্ষেপ চালিয়ে যেতে হবে।
জানা গিয়েছে, চলতি বছর ৩০ জুন পর্যন্ত শহরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১২ জন। কিন্তু, গত বছর এই সময়কালে শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৭৯ জন। ফিরহাদ হাকিম বলেন, শহরের একজন নাগরিকও যেদিন ডেঙ্গু আক্রান্ত হবেন না, সেদিন আসল জয় হবে। আমরা সব রকমে চেষ্টা করে চলেছি। কিন্তু আগে জনসচেতনতা দরকার। মানুষের সচেতনতা যতক্ষণ না বাড়বে, ততক্ষণ ডেঙ্গু পুরোপুরি আটকানো যাবে না। জল খেয়ে ডাবের খোলা ফেলে রাখবে, সেখানে জল জমবে। তাই সপ্তাহে অন্তত একটা দিন বাড়ির ছাদ এবং চারপাশ পরিষ্কার করার কথা বলেন তিনি। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে তাঁর বার্তা, কলকাতা পুরসভা লাগাতার কাজ করছে। কিন্তু, অন্যান্য পুরসভা এবং পঞ্চায়েত এলাকাতেও এটা খেয়াল রাখতে হবে। একজনেরও যাতে ডেঙ্গু না হয়, সেদিকে নজর রাখতে হবে।
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা