কলকাতা

বিজেপি বাংলা বিদ্বেষ ছাড়া আর কিছুই জানে না, তোপ ফিরহাদের

সংবাদদাতা, বনগাঁ: আগামী ১০ জুলাই বাগদা বিধানসভার উপ নির্বাচন। তার আগে শনিবার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচারে ঝড় তুললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন মালিপোতা পঞ্চায়েতের নাটাবেড়িয়াতে সভা করেন তিনি। তাঁর ভাষণের আগাগোড়া ছিল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ। বিজেপিকে ‘অসভ্য ও বর্বরের দল’ বলে কটাক্ষ করে তিনি বলেন, ‘বাংলা বিদ্বেষ ছাড়া এরা কিছু জানে না।’ সিএএ নিয়ে বিজেপিকে চড়া আক্রমণ করেন তিনি। বলেন, ‘সিএএ মোয়া না লাড্ডু যে খেয়ে নিতে হবে? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবই আছে। তাহলে নতুন করে আবার কীসের নাগরিকত্ব? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন থাকতে কারও বাপের ক্ষমতা নেই, কাউকে ক্যাম্পে ঢোকাবে।’ সন্দেশখালি ইস্যুতে বলেন, ‘সাজানো ঘটনার মাধ্যমে গোটা রাজ্যের মায়েদের অসম্মান করেছে বিজেপি।’  সভায় উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস, বিধায়ক বীণা মণ্ডল রহিমা মণ্ডল প্রমুখ। 
এদিন বাগদার পাটকেলগাছায় নির্বাচনী সভা করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। তিনি বলেন, ‘তৃণমূলের কোনও নেতা যদি ভুল বা অন্যায় করে, তার জন্য হাত জোড় করে ক্ষমা চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো দোষ করেননি।’ এরপর একটি ফোন নম্বর দিয়ে তিনি বলেন, ‘কোনও তৃণমূল নেতা যদি দুর্নীতি করেন, সরকারি জমি দখল করেন, তাহলে এই নম্বরে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান।’ এদিন জেলা সভাধিপতির কাছে এলাকার এক রেশন ডিলারকে নিয়ে অভিযোগ করেন এক ব্যক্তি। নারায়ণ গোস্বামী বিষয়টি খাদ্যমন্ত্রীকে জানানোর আশ্বাস দিয়েছেন। 
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা