কলকাতা

বিচারকের কড়া ভর্ৎসনার পরে বাবার কাছে ক্ষমা চাইলেন ছেলে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিচারকের কড়া ভর্ৎসনার পরেই তড়িঘড়ি ছেলে বাবার কাছে ক্ষমা চাইলেন। শুধু তাই নয়, খোরপোশের চারমাসের বকেয়া ২০ হাজার টাকা সুদ সহ বাবার হাতেও তুলে দিলেন ছেলে সজল পারুই। তিনি বাবাকে কথা দেন, আর কোনওদিন তাঁর সঙ্গে কোনও দুর্ব্যবহার করবেন না, যা করেছেন ভুল করেছেন। সোমবার আলিপুর আদালতে আইনজীবী মারফত তিনি তাঁর বক্তব্য পেশ করেন। সেখানে তিনি বলেন, কোথাও একটা ভুল বোঝাবুঝি থেকে সমস্যার সৃষ্টি হয়েছিল। বৃদ্ধ বাবাকে নিয়ে ভালোভাবে বাকি জীবনটা কাটাতে চাই। এরপরই বিচারক বলেন, যান বাড়ি ফিরে যান। বাবার দিকে লক্ষ্য রাখবেন। জানা গিয়েছে, ২০২৩ সালে ছেলের বিরুদ্ধে খোরপোশের মামলা দায়ের করেছিলেন কড়েয়ার বাসিন্দা বৃদ্ধ তপন পাড়ুই। তাঁর অভিযোগ ছিল, তাঁরই বাড়িতে ছেলে বউকে নিয়ে দিব্যি রয়েছেন। অথচ তাঁকেই খেতে দেন না ছেলে। খোরপোশের মামলা দায়ের করার পর আদালত এক অর্ন্তবর্তী রায়ে ছেলেকে নির্দেশ দেয়, প্রতিমাসে পাঁচ হাজার টাকা তুলে দিতে হবে বাবার হাতে। কিন্তু চার মাস টাকা না পাওয়ায় তিনি ফের আদালতের দ্বারস্থ হন। এই আচরণে ক্ষুব্ধ হয়ে বিচারক ছেলেকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার নিদান দেন। 
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা