কলকাতা

ডাক্তারিতে ভর্তির টোপ দিয়ে প্রতারণা, কলকাতায় ধৃত কোচিং সেন্টারের মালিক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এরাজ্যের সরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি কোর্সে ভর্তির টোপ দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে একটি কোচিং সেন্টারের মালিককে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। ধৃতের নাম সৌরিশ ঘোষ। সোমবার রাতে লালবাজারের জালিয়াতি দমন শাখার গোয়েন্দারা ২৫/এ, শেক্সপিয়র সরণির অফিস থেকে সৌরিশ ঘোষকে গ্রেপ্তার করেছেন বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্ত শেষে লালবাজার জানিয়েছে, ২০২২ সালের নভেম্বর মাস এবং ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বাংলা সংবাদপত্রে ডাক্তারিতে ভর্তির টোপ দিয়ে বিজ্ঞাপন প্রকাশিত হয়। যা দেখে দিল্লির চিত্তরঞ্জন পার্কের বাসিন্দা এক ব্যক্তি কলকাতার ‘কেরিয়ার টপার্স’ নামে কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। গোয়েন্দাদের দাবি, মোটা টাকার বিনিময়ে ওই ব্যক্তি অভিযোগকারীর মেয়েকে এরাজ্যের সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করে দেওয়ার আশ্বাস দেয়। সরল বিশ্বাসে ওই প্রবাসী মেয়েকে ডাক্তারিতে ভর্তির জন্য মোট ১৬ লক্ষ ৮০ হাজার টাকা দেন। এরমধ্যে ১১ লক্ষ ৮০ হাজার টাকা ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং বাকি ৫ লক্ষ টাকা নগদে মিটিয়ে দেন তিনি। কিন্তু টাকা মেটানোর পরও ২০২৩ সালের শিক্ষাবর্ষে ওই প্রবাসী বাঙালির মেয়েকে ভর্তি করতে পারেনি কোচিং সেন্টারের মালিক। এরপর কোচিং সেন্টারের মালিক আশ্বাস দেয়, ২০২৪ সালের শিক্ষাবর্ষে ডাক্তারিতে ভর্তি করে দেওয়া হবে। কিন্তু সেটাও হয়নি। এরপরই প্রতারিত ওই প্রবাসী বাঙালি শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে চলতি বছরের ২২ জুন পুলিস প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। এরপরই তদন্তে নেমে লালবাজার তাকে গ্রেপ্তার করে। ধৃত সৌরিশ ঘোষকে মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর শিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি। নতুন কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন। প্রেম প্রণয় যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা