কলকাতা

এবার বনগাঁ ও গাইঘাটা, ছেলেধরা সন্দেহে গণপিটুনি আরও ২ জনকে, উত্তেজনা দেগঙ্গাতেও

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বনগাঁ: বারাসত, অশোকনগর, বারাকপুরের পর এবার বনগাঁ ও গাইঘাটা। ছেলেধরা গুজবকে কেন্দ্র করে সন্দেহের বশে মারধর, উত্তেজনা চলছেই। শনিবার রাতে বনগাঁ শহরে এবং রবিবার সকালে গাইঘাটা থানা এলাকায় এই কারণে আক্রান্ত হলেন দু’জন। তবে পুলিসের লাগাতার প্রচারের কিছু ফলও মিলেছে। রবিবার দুপুরে দেগঙ্গায় ছেলেধরা সন্দেহে এক অপরিচিত মহিলাকে গণপিটুনির পথে না হেঁটে  পুলিসের হাতে তুলে দিয়েছে জনতা।
শনিবার রাতে বনগাঁর ঠাকুরপল্লি এলাকায় এক অপরিচিত ব্যক্তিকে দেখে ছেলেধরা বলে সন্দেহ হয় বাসিন্দাদের। তাঁর পরিচয় জানতে চান বাসিন্দারা। তারমধ্যেই উত্তেজিত একদল লোক ওই ব্যক্তিকে বেধড়ক মারধর শুরু করে। রাস্তায় ফেলে এলোপাথাড়ি মারা হয়। খবর পেয়ে বনগাঁ থানার পুলিস এসে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। মারধরের অভিযোগে ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গুজব ছড়ানোর অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। 
রবিবার ছেলেধরা সন্দেহে এক যুবককে মারধরের ঘটনা ঘটে গাইঘাটা থানার বেড়ি গোপালপুর এলাকায়। পুলিস জানিয়েছে, আক্রান্ত যুবকের নাম আসলাম মণ্ডল। তাঁর বাড়ি বাদুড়িয়া থানা এলাকায়। জানা গিয়েছে, ভিক্ষা করেই তাঁর পেট চলে। এদিনও ওই এলাকায় তিনি ভিক্ষা করতেই এসেছিলেন। এলাকায় অপরিচিত মুখ হওয়ায় ছেলেধরা সন্দেহে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়। রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে বনগাঁর এসডিপিও অর্ক পাঁজা বলেন, ‘এই ধরনের গুজব কখনওই প্রশ্রয় দেওয়া হবে না। বনগাঁর ঘটনায় ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গাইঘাটার ঘটনায় অভিযুক্তরা শনাক্ত হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ 
এদিকে, রবিবার দুপুরে পাচারের গুজবে উত্তেজনা ছড়ায় দেগঙ্গায়। ‘সন্দেহজনক’ এক মহিলাকে আটক করে পুলিসের হাতে তুলে দেয় তারা। স্থানীয়দের অভিযোগ, এক শিশুকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে চুরির  ফাঁদ পেতেছিল মমতাজ পারভিন নামে ওই মহিলা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার বেড়াচাঁপা, মুদিপাড়াতে। কিন্তু মারধর না করে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। বারাসত পুলিস জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া বলেন, ‘দেগঙ্গায় কোনও অশান্তি হয়নি। একজনকে এলাকার মানুষ আটকে করে পুলিসের হাতে তুলে দিয়েছে।’
4d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা