খেলা

কোম্যানের সামনে রেকর্ডের হাতছানি 

বার্লিন: খেলোয়াড় এবং কোচ হিসেবে ইউরো জেতার কীর্তি রয়েছে একজনেরই। বার্টি ফোগস। ১৯৭২ সালে জার্মানির ইউরো জয়ের সদস্য ছিলেন। আর তাঁর কোচিংয়ে ইউরোপের সেরা হয়েছিলেন অলিভার কানরা (১৯৯৬)। অবশ্য চলতি আসরে ফোগসের কীর্তিতে ভাগ বসানোর হাতছানি রয়েছে দুই কোচের। তাঁরা হলেন নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যান এবং ফ্রান্সের দিদিয়ের দেশঁ।
১৯৮৮ সালে ডাচদের ইউরো জয়ী দলের রক্ষণভাগের স্তম্ভ ছিলেন কোম্যান। এবার জার্মানিতে আয়োজিত মেগা আসরে তাঁর কোচিংয়ে ফের ইউরোপ সেরার স্বপ্ন দেখছে ডাচরা। তারজন্য আর দু’টি ধাপ পেরতে হবে ভার্জিল ফন ডিকদের। বুধবার ডর্টমুন্ডে দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে নেদারল্যান্ডস। গতবারের ফাইনালিস্টদের মাত দেওয়ার নীল নকশা তৈরি কোম্যানের। তাঁর কথায়, ‘ব্যক্তিগত মাইলস্টোনে তেমন গুরুত্ব দিই না। দলের জয়টাই আসল। এবার আমাদের লক্ষ্য কাপ জেতা। সেই পথে কোনও রেকর্ড হলে খুশি বাড়বে।’ উল্লেখ্য, ডাচদের কোচ হিসেবে এটা দ্বিতীয় অধ্যায় কোম্যানের। এর আগে বার্সেলোনার জন্য জাতীয় দলের দায়িত্ব ছেড়েছিলেন তিনি। তবে কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ের পর নেদারল্যান্ডসের কোচের পদ থেকে সরে দাঁড়ান লুই ফন গল। তরপরই ফের দায়িত্ব নেন কোম্যান। আর তাঁর অধীনে গত একদশকে মেজর টুর্নামেন্টে প্রথম সেমি-ফাইনাল খেলছে ডাচরা। পথটা যদিও সহজ ছিল না। ইউরো শুরুর কয়েক সপ্তাহ আগেই চোটের কারণে ছিটকে যান মাঝমাঠের দুই স্তম্ভ ফ্র্যাঙ্কি ডে জং ও টিউন কুপমেইনার্স। তাঁদের অভাব হয়তো এখনও পুরোপুরি মেটেনি। তবে জমাট রক্ষণের কারণেই ডাচদের দুর্ভেদ্য দেখাচ্ছে। দুই সেন্টার ব্যাক ভার্জিল ফন ডিক ও ডে ভ্রিজের বোঝাপড়া দুর্দান্ত। এছাড়া দুই উইং ব্যাক ডামফ্রিজ ও আকেও দুরন্ত ফর্মে। আর আক্রমণভাগে ভরসা জোগাচ্ছেন কডি গাকপো। সুপার-সাব হিসেবে নেমে ম্যাচের রং বদলে দিতে ওস্তাদ ওয়েঘহর্স্ট। তবে মেম্ফিস ডিপের অফ-ফর্ম চিন্তায় রাখছে কোচকে। এদিকে, দিদিয়ের দেশঁর নেতৃত্বে ২০০০ সালে ইউরো জিতেছিল ফ্রান্স। এবার কোচ হিসেবেও মেগা আসর জিততে মরিয়া বিশ্বজয়ী কোচ। মঙ্গলবার সেমি-ফাইনালে স্পেনের বিরুদ্ধে নামছে ফ্রান্স।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা