খেলা

জামাইকাকে হারাল মেক্সিকো,  কষ্টার্জিত জয় ভেনেজুয়েলার

সান্তা ক্লারা: জামাইকাকে ১-০ গোলে হারিয়ে কোপায় অভিযান শুরু করল মেক্সিকো। ম্যাচের ৬৯ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের গোলার মতো শটে জাল কাঁপান আর্তেগা। মাত্র এক গোলে জিতলেও গোটা ম্যাচেই একচ্ছত্র দাপট ছিল মেক্সিকোর। ৬২ শতাংশ বল পজেশন ছিল স্যাঞ্চেজ, ভাস্কুয়েজদের। লাতিন আমেরিকার দেশটি দু’বার কোপায় রার্নাস হয়েছে। এবারও কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তারা তৈরি। পরের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। 
অন্য ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারায় ভেনেজুয়েলা। ২২ মিনিটে বিপক্ষ ডিফেন্ডারকে বিশ্রী ফাউল করে লাল কার্ড দেখেন ইকুয়েডরের ভ্যালেন্সিয়া। ভার প্রযুক্তির সাহায্য নিয়ে তাকে মার্চিং অর্ডার দেন রেফারি। গ্রুপের বাকি ম্যাচে নির্বাসিত হতে পারেন ভ্যালেন্সিয়া। ধাক্কা খেয়েও হতোদ্যম না হয়ে প্রতিআক্রমণে বারবার বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে দশ জনের ইকুয়েডর। ৪০ মিনিটে জেরেমির গোলে লিডও নেয় তারা। কর্নার থেকে ছিটকে আসা বল নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরে ভেনেজুয়েলা। ৬৪ মিনিটে কাডিজের গোলে সমতায় ফেরে তারা। এরপরেই যাবতীয় জারিজুরি শেষ ইকুয়েডরের। ৭৪ মিনিটে ভেনেজুয়েলার পক্ষে জয়সূচক গোলটি করেন এডুয়ার্ড বেল্লা। উল্লেখ্য, ১৯৯৩ সালের পর  থেকে কোপায় নিজেদের প্রথম ম্যাচ জিততে ব্যর্থ ইকুয়েডর। সেই জঘন্য রেকর্ড এবারও বদলানো গেল না। স্বভাবতই হতাশ টিম ম্যানেজমেন্ট। 
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা