খেলা

শেষ চারে বাটলাররা

ব্রিজটাউন: সুপার এইটে ওঠা শেষ দল ছিল ইংল্যান্ড। কিন্তু, প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালের টিকিট তারাই নিশ্চিত করল। রবিবার ২ নম্বর গ্রুপে অন্যতম আয়োজক আমেরিকাকে ৬২ বল বাকি থাকতে ১০ উইকেটে হেলায় হারাল গতবারের চ্যাম্পিয়নরা। নেট রান-রেটও বাড়িয়ে রাখল তারা। ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে ওঠার লড়াই এখন দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। 
এদিন, বার্বাডোজের কেনসিংটন ওভালে আমেরিকার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন ক্রিস জর্ডন। এই ফরম্যাটে ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে এই কীর্তির মালিক হলেন ৩৫ বছর বয়সি। ২.৫ ওভার হাত ঘুরিয়ে ১০ রানের বিনিময়ে চার উইকেট নেন তিনি। মূলত জর্ডনের দাপটেই ১৮.৫ ওভারে ১১৫ রানে দাঁড়ি পড়ে আমেরিকার ইনিংসে। বার্বাডোজেই জন্ম জর্ডন বলেন, ‘অবিশ্বাস্য লাগছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। বার্বাডোজে হ্যাটট্রিক বলেই আলাদা তৃপ্তি।’ চার ওভারে মাত্র ১৩ রানে দুই উইকেট নেওয়ায় ম্যাচের সেরা অবশ্য লেগস্পিনার আদিল রশিদ। আমেরিকার নীতীশ কুমার (৩০), কোরি অ্যান্ডারসন (২৯), হরমিত সিং (২১) রান পান। জবাবে ৯.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছয় ইংল্যান্ড (১১৭-০)। ৩৮ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জস বাটলার। তিনি মারেন সাতটি ছক্কা ও ছয়টি বাউন্ডারি। ২৫ রানে অপরাজিত থাকেন ফিল সল্ট।
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা