বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

এক ফসলি জমির চাষিদের যুক্ত
করা হবে মাটির সৃষ্টি প্রকল্পে

সংবাদদাতা, মেদিনীপুর: নরায়ণগড় ব্লকের এক ফসলি জমির চাষিদের মাটির সৃষ্টি প্রকল্পে যুক্ত করা হবে। তার জন্য চাষিদের সচেতন করতে আগামী সপ্তাহে সচেতনতা শিবির করবে জেলা প্রশাসন। জেলাশাসক আয়েষা রানি বলেন, বৃহস্পতিবার ব্লকের বৈঠকে এ ব্যাপারে কর্মাধ্যক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তাঁদের এক জায়গায় করবেন। সেখানে আমাদের আধিকারিকরা আসবেন। তাঁদের মাটির সৃষ্টি প্রকল্প সম্পর্কে সচেতন করবেন। প্রসঙ্গত এদিন তিনি ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জন প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। মুলত বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়েই বৈঠকে আলোচনা হয়। খড়্গপুরের এসডিও দিলীপ মিশ্র, নারায়ণগড়ের বিডিও কৃশানু রায় উপস্থিত ছিলেন। যেসব কাজে ব্লক এখনও পিছিয়ে আছে সেই সব কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়। জেলাশাসক বলেন, আবাস যোজনা, স্যানিটেশন, জলস্বপ্ন, মাটির সৃষ্টি প্রকল্পে এই ব্লক একটু পিছিয়ে আছে। এই সব প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়। কোন কাজ কতটা এগিয়েছে, কোথায় কী সমস্যা আছে সব কিছু আলোচনা করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গণেশ মাইতি বলেন, যাঁরা টাকা নিয়ে এখনও আবাস যোজনার বাড়ি তৈরি করেননি তাঁদের বোঝাতে বলেছেন। তাতে কাজ না হলে সংশ্লিষ্ট প্রধানকে থানায় এফআইআর করতে বলেছেন জেলাশাসক। এছাড়াও তিনি কিছু নির্দেশ দিয়ে গিয়েছেন। সেগুলি গুরুত্ব দিয়ে করা হবে। কিছু কাজ আগামী ১৫ আগস্টের মধ্যে শেষ করার কথাও বলা হয়েছে। 

1st     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ