বোরো চাষের পরিবর্তে ভুট্টা চাষে ঝুঁকছে ভরতপুর

সংবাদদাতা, কান্দি: সেচের জলের অভাবে এবার বোরো ধান চাষের বদলে ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন ভরতপুরের চাষিরা। এবার সেখানে আরও প্রায় এক হাজার হেক্টর জমিতে ভুট্টাচাষ হচ্ছে বলে জানা গিয়েছে। চাষিরা মনে করছেন, বোরো চাষের বদলে ভুট্টা চাষ লাভজনক ফসল। এতে সেচের সমস্যায় পড়তে হবে না। তাই ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে।
ভরতপুর ব্লক কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ব্লক এলাকায় গতবছর রবি মরশুমে প্রায় আট হাজার ৬৭০ হেক্টর জমিতে চাষ হয়েছিল। এর মধ্যে প্রায় ৫৪০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছিল। বাকি জমিতে দানাশস্য চাষ করা হয়েছিল। তবে ভুট্টা চাষ হয়েছিল মাত্র ৫০০হেক্টরের মতো জমিতে। কিন্তু এবছর ওই পরিসংখ্যান বদলে গিয়েছে। কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর রবি মরশুমের চাষ হয়েছে প্রায় ন’হাজার ১৪০ হেক্টর জমিতে। এর মধ্যে বোরো চাষ হয়েছে চার হাজার ৫০০ হেক্টর জমিতে। বাকি জমিতে দানাশস্য চাষ হয়েছে। তবে ভুট্টা চাষ অনেকটাই বেড়ে গিয়েছে। এব্যাপারে ভরতপুর-১ ব্লক সহ কৃষি অধিকর্তা শাহানুর রহমান বলেন, বোরো ধান চাষে সেচের জলের সমস্যা বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে এবছর প্রায় এক হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ভুট্টা চাষ হয়েছে। এই চাষের যেমন অল্প সেচ দিলেই হয়। তেমনই এটা লাভজনক ফসল। চাষিদের সেটা বোঝাতে পেরেই ভালো ফল পাওয়া গিয়েছে।
এলাকার চাষিদের কাছ থেকে জানা গিয়েছে, এক বিঘা জমিতে ভুট্টা চাষ করতে প্রায় ১২হাজার টাকা খরচ হয়। আর সেখানে ভুট্টা পাওয়া যায় প্রায় ৩৬হাজার টাকার। কাজেই কমবেশি ২০-২৪ হাজার টাকা বিঘাপ্রতি চাষিদের লাভ হবে বলে মনে করা হচ্ছে। সাধারণত নভেম্বর-ডিসেম্বর মাসে ভুট্টা চাষ করা হয়। এই চার মাসের ফসল উঠে মার্চ-এপ্রিল মাসে। এই চাষে রোগপোকার আক্রমণ কম। অল্প সেচেই চাষ করা যায়। বিন্দারপুর গ্রামের চাষি নাজিবুল শেখ বলেন, কৃষিদপ্তরে ট্রেনিং নেওয়ার পর আমার জমিতে বোরো ধানের বদলে এবছর ভুট্টা চাষ করেছি। ফলন ভালো হওয়ায় লাভবান হব বলে মনে করছি। আলুগ্রামের চাষি হারাধন মণ্ডল বলেন, কৃষিদপ্তরের সাহায্যে এই এলাকার বহু চাষি এবছর বোরো ধানের বদলে ভুট্টা চাষ করেছেন। প্রত্যেকের ফলন ভালো হয়েছে। তাই আরও বোরো চাষের বদলে ভুট্টা চাষ হবে বলে মনে করা হচ্ছে।
30Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা