আমরা মেয়েরা

প্রজাপিতা ব্রহ্মাকুমারীর অনুষ্ঠান

সারা বিশ্বে প্রেমের বাণী ছড়িয়ে দিতে উদ্যত প্রজাপিতা ব্রহ্মাকুমারীর সদস্যরা। এখানকার সন্ন্যাসিনীরা সম্প্রতি এই উপলক্ষ নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তাঁদের এই প্রয়াসের মূল উদ্দেশ্য ছিল মেয়েদের সামাজিক উন্নতি সাধন। সংস্থার সন্ন্যাসিনী সিস্টার অস্মিতার কথায়, ‘মেয়েরা আজ সমাজে এক উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। নিজ গুণে তাঁরা সমাজে স্বীকৃতি লাভ করেছেন। তবু এক অসম্ভব টানাপোড়েন চলে তাঁদের জীবনে। সংসার, সন্তান ও কর্মক্ষেত্রকে একইসঙ্গে সামলাতে সামলাতে এক 
এক সময় বড্ড ক্লান্ত হয়ে পড়েন তাঁরা। তাঁদের মানসিক শান্তির জন্য কিছু কর্মশালার প্রয়োজন রয়েছে।’ এমন কিছু উপায় যা অবলম্বন করলে মেয়েরা জীবনে শান্তি অনুভব করবে। মনকে শান্ত রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধ্যান। একেবারে অল্প বয়স থেকেই তাই ধ্যানের অভ্যাস করা দরকার। ধ্যানের মাধ্যমে মনে এক ভিন্ন ধরনের আবেগ সৃষ্টি হয়। তা যে সব সময়ই মনকে শান্ত করে তা কিন্তু নয়, তবে মনে একটা সামগ্রিক প্রশান্তির ভাব আনতে সাহায্য করে। এর ফলে আমাদের মন ভালো হয়। কাজের ক্ষেত্রে পূর্ণ উদ্যম পাওয়া যায়। মন প্রফুল্ল থাকলে আমরা হাসতেও পারি আর হাসলে আমাদের শরীর ভালো থাকে। তাই ধ্যান আমাদের মনের উপর প্রভাব তো ফেলে বটেই, একই সঙ্গে আমাদের শরীরও ভালো রাখে। নারীমনের কোমল দিকের কথা উল্লেখ করে সিস্টার অস্মিতা বলেন, মেয়েরা স্বভাবতই নরম। তাঁদের মনে স্নেহের সঞ্চার বেশিমাত্রায় হয়। সমাজে ভালোবাসা ছড়িয়ে দিতে তাদের জুরি মেলা ভার। আর সেই স্নেহ-ভালোবাসার ছোঁয়ায় পৃথিবী আরও উন্নততর হয়ে উঠতে পারে। ভালোবাসা, স্নেহ, প্রেমের সঞ্চার ঘটাতেও মানসিক প্রশান্তি ও উৎফুল্লতা এক অন্য মাত্রা যোগ করে। সেই প্রশান্তির সন্ধানই করলেন প্রজাপিতা ব্রহ্মাকুমারীর সদস্যরা। নারী দিবসের আগে এই প্রেমের বার্তা এক অন্যরকম প্রভাব ফেলবে বলেই আশা করছেন সিস্টার অস্মিতা ও প্রজাপিতা ব্রহ্মাকুমারীর সদস্যরা।  
17Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা