দক্ষিণবঙ্গ

গোপীবল্লভপুরে মুখ্যমন্ত্রীর সভায় মহিলাদের ব্যাপক ভিড়

রাজদীপ গোস্বামী, ঝাড়গ্রাম: গোপীবল্লভপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল ভরিয়ে দিলেন মহিলারাই। নির্বাচনের প্রাক্কালে বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি বিজেপির রক্তচাপ বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন তীব্র গরম উপেক্ষা করে কাতারে কাতারে মানুষ গোপীবল্লভপুরের গজাশিমূলে মুখ্যমন্ত্রীর সভায় আসায় উজ্জীবিত তৃণমূল নেতা-কর্মীরা। ঝাড়গ্রামের জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু বলেন, মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সহ নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাই মহিলারা মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে চাইছেন। এই ছবি বিজেপির ভয় আরও বাড়াবে।
সভায় এসেছিলেন ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ার বাসিন্দা কাকলি মণ্ডল। তিনি বলেন, দিদির কথা শুনতে এসেছি। দিদি আমাদের জন্য অনেক কিছু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় অনেকটাই উপকার হচ্ছে। তাই আমরা তাঁর পাশে আছি, সেই বার্তা দিতে এখানে এসেছি। এদিন দুপুর ২টো নাগাদ ঝাড়গ্রামের গজাশিমূল ফুটবল মাঠে মুখ্যমন্ত্রী পা রাখেন। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী শ্রীকান্ত মাহাত সহ সাতজন বিধায়ক, তিন জেলার জেলা সভাপতি সহ প্রথম সারির নেতারা। মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গলমহলকে আমি খুব ভালো বুঝি। আমি জেতার পর প্রথম মিটিং করেছিলাম নয়াগ্রামে। সেদিন আমরা ঘোষণা করেছিলাম, বেকার যুবকদের হোমগার্ডের চাকরি দেব। তোমরা দেশের জন্য অস্ত্র ধরবে। যারা সারেন্ডার করে তাদের হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছে। এরপর জেলার উন্নয়ন সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, আমাকে বলা হয়েছিল, নতুন জেলা চাই। করে দিলাম। বলল, দিদি মেডিক্যাল কলেজ চাই। করে দেওয়া হল। এরপর দিদি বিশ্ববিদ্যালয় চাই। তাও করে দেওয়া হল। চাইতেই মাল্টি স্পেশালিটি হাসাপাতাল করে দেওয়া হয়েছে। গ্রামের ছেলেমেয়েদের জন্য আর্চারি অ্যাকাডেমি করা হয়েছে। সারা বিশ্ব নাম করছে। কী করা হয়নি বলুন তো? আগে জঙ্গলমহলে পড়াশোনার হার কী ছিল? আজ জঙ্গলমহলে আপনাদের ছেলেমেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। অনেক সাঁওতালি বিদ্যালয় হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, আগের বার প্রধানমন্ত্রী এসে ভাষণ দিয়েছিলেন। আর ঝাড়গ্রামের মানুষ ভাবলেন, প্রধানমন্ত্রী এসেছেন ভোট দিই। কিন্তু যিনি জিতেছেন, তিনি কিছু করেছেন? তাঁকে কতবার দেখেছেন?একইসঙ্গে এদিন বিজেপি প্রার্থী প্রণত টুডু সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি একজন ডাক্তারকে দাঁড় করিয়েছে। ডাক্তারি না করে তিনি কেন স্টাডি লিভে চলে গিয়েছিলেন। তাহলে স্থানীয় লোকরা সার্ভিস কোথা থেকে পাবে। এরপর সাধারণ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পান কি না জানতে চান মুখ্যমন্ত্রী। মহিলাদের গর্জন শোনার পর মাঠ ছাড়েন তিনি। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা