দক্ষিণবঙ্গ

জায়ের মেয়েকে প্রেমিকের মাধ্যমে বিক্রি, ধৃত জেঠিমা

সংবাদদাতা, বিষ্ণুপুর: জায়ের নাবালিকা মেয়েকে প্রেমিকের মাধ্যমে বিক্রি করে দেওয়ার অভিযোগে পুলিস জয়পুর থেকে এক বধূকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম পারুল মল্ল মেটে। পুলিস জানিয়েছে, কয়েকমাস আগে জয়পুর থেকে এক নাবালিকা নিখোঁজ হয়। ঘটনার তদন্তে নেমে কথাবার্তায় অসঙ্গতি দেখে প্রথম থেকেই নাবালিকার জেঠিমার প্রতি সন্দেহ জাগে। দক্ষিণ ২৪পরগনা থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। সেই সময় থেকেই তার জেঠিমা পারুল উধাও হয়ে যান। বৃহস্পতিবার গভীর রাতে তিনি বাড়ি ফেরেন। শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে তিন দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে জেরা করে তার প্রেমিক ও যার কাছে নাবালিকাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, তার খোঁজ চলছে। ধৃত মহিলার স্বামী গত তিন বছর ধরে নিখোঁজ রয়েছেন, সে ব্যাপারেও খোঁজ চালানো হবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, জয়পুরের বছর ১৩-র ওই নাবালিকা ঠিকমতো পড়াশোনা না করায় অভিভাবকরা বকাবকি করেন। সেই সুযোগে নাবালিকাকে তার জেঠিমা পারুল প্রশ্রয় দেন। এরপরেই তিনি ওই নাবালিকাকে বিক্রি করে দেওয়ার ছক কষেন। তিনি নাবালিকাকে জানান, বাইরে ভালো জায়গায় রেখে পড়াশোনা করাবেন। নাবালিকা জেঠিমার কথায় বিশ্বাস করে। সেই মতো কিছুদিন আগে পারুল বাড়ির কাউকে কিছু না জানিয়ে নাবালিকাকে নিয়ে যান। তারকেশ্বরে গিয়ে তাঁর প্রেমিকের হাতে তুলে দেন। তারপর পারুল বাড়ি চলে আসেন। ওই ব্যক্তি নাবালিকাকে হাওড়ার আনন্দপুরে নিয়ে যান। দক্ষিণ ২৪পরগনার বিষ্ণুপুর থানা এলাকার এক যুবকের কাছে বিক্রি করে দেওয়া হয়। এদিকে মেয়ের খোঁজ না পেয়ে নাবালিকার বাবা জয়পুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিস তদন্তে নামলে পারুল তার জায়ের মেয়ের মিথ্যা প্রেমের সম্পর্কের কথা বলে পুলিসকে বিভ্রান্ত করেন। তিনি পুলিসকে জানান, তাঁর জায়ের মেয়ের সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। তার সঙ্গেই সে পালিয়েছে। পুলিস অবশ্য ওই যুবককে ডেকে জিজ্ঞাসাবাদ করেও সেই রকম কিছু প্রমাণ পায়নি। এরপর পুলিস মোবাইলের টাওয়ার লোকেশন ও নানা সূত্র মারফত দক্ষিণ ২৪পরগনার বিষ্ণুপুরে পৌঁছে যায়। সেখানে এক ব্যক্তির খপ্পর থেকে নাবালিকাকে উদ্ধার করে। যদিও ওই ব্যক্তি পালিয়ে যাওয়ায় পুলিস তাকে ধরতে পারেনি। নাবালিকা উদ্ধারের খবর পেতেই পারুল বাড়ি থেকে উধাও হয়ে যান। উদ্ধার হওয়া নাবালিকা গোটা ঘটনা জানানোর পর পুলিস পারুলকে হন্যে হয়ে খুঁজছিল। বৃহস্পতিবার গভীর রাতে কোনও কিছুর প্রয়োজনে সে লুকিয়ে বাড়িতে আসে। সেই খবর পেতেই শুক্রবার ভোরে পুলিস তাকে গ্রেপ্তার করে। নাবালিকার বাবা বলেন, নিজের বউদি আমার মেয়ের এতবড় সর্বনাশ করবে তা ভাবতে পারিনি।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা