দক্ষিণবঙ্গ

ভীমপুরে সিঁদ কেটে খুনে নয়া মোড়, ধৃত আরও ১

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ভীমপুরে বধূ খুনের ঘটনায় নয়া মোড়। খুনের ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম বিদ্যুৎ সিকদার। তার সঙ্গে বধূর বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয় সামনে আসছে। ঘটনার রাতেও সে বধূর ঘরে এসেছিল বলে জানতে পেরেছে। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করেই এই তথ্য পেয়েছে পুলিস। শনিবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ছ’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই খুনের ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছিল আশুতোষ বিশ্বাস। তাকে ও বিদ্যুৎকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। বিদ্যুতের সঙ্গে ‘প্রেমিকা’র সম্পর্কের কথা জেনে যাওয়ার জন্য আশুতোষ খুন করেছে বলে অনুমান করছে পুলিস। 
তবে, প্রকৃত খুনি কে এবং খুনের কারণ কী, সেই নিয়ে পুলিস মহলও ধোঁয়াশায় রয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত  রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিস। পাশাপাশি ওই রাতে সিঁদ কেটে আশুতোষ নাকি বিদ্যুৎ ঘরে ঢুকেছিল, সেই প্রশ্নেরও উত্তর খুঁজছেন তদন্তকারীরা। 
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, ‘ভীমপুরের বধূ খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উভয়কেই জিজ্ঞাসাবাদ করা হবে। ধৃত বিদ্যুৎ ঘটনার দিন বধূর বাড়িতে এসেছিল। ঘটনার দিন সে কেন গিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে ভীমপুর থানার ডিগ্রি এলাকায় গৃহবধূ সাথী বিশ্বাসের(২৫) রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সিঁদ কেটে ঘরের ভিতরে ঢুকে ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত করে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত বিদ্যুতের বাড়ি সাথীদেবীর বাড়ির থেকে কিছুটা দূরে আন্দুলপোতায়। ঘটনাচক্রে সেখানেই থাকে ধৃত আশুতোষ। তাদের মধ্যে পরিচয় রয়েছে। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিস জানতে পেরেছে, ঘটনার দিন রাতে ৯টা নাগাদ সাথীদেবীর বাড়ি এসেছিল বিদ্যুৎ। প্রায় দেড় ঘণ্টা তারা একসঙ্গে ছিল। তখন সাথীদেবীর শাশুড়ি শুভা বিশ্বাস বাড়িতে ছিলেন না। তিনি নাতিকে সঙ্গে নিয়ে কিছুটা দূরে নিজের বাপের বাড়ি গিয়েছিলেন। তাছাড়া বিদ্যুতের সঙ্গে গৃহবধূর একাধিকবার ফোনে দীর্ঘক্ষণ কথা বলার তথ্যও পুলিসের হাতে এসেছে। 
সাথীদেবীর ফোন পরীক্ষা করে দেখা গিয়েছে, ওই রাতে তিনি বিদ্যুতের সঙ্গে শেষবার কথা বলেছিলেন। সাথীদেবীই ওইদিন রাতে বিদ্যুৎকে বাড়িতে ডেকেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পেরেছে। গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্কের এই তত্ত্ব খুনের ঘটনায় নতুন মোড় এনেছে। উল্লেখ্য, সাথীদেবীর স্বামী রামপ্রসাদ বিশ্বাস কাজের জন্য বছরের বেশিরভাগ সময় বাইরে থাকেন। শেষবার এপ্রিল মাসে তিনি বাড়ি এসেছিলেন। শোনা যাচ্ছে, এরই মধ্যে আশুতোষের নজর পড়ে সাথীদেবীর উপর। শাশুড়ি শুভা বিশ্বাসকে কাজ দেওয়ার নাম করে সে পরিবারের সঙ্গে সম্পর্ক পাতায়। যদিও সাথীদেবী তাকে খুব একটা পাত্তা দিতেন না। যারজন্য মাঝে মধ্যেই সাথীদেবীর সঙ্গে তার ঝামেলা হতো। পুলিস জানতে পেরেছে, ঘটনার দিন বিদ্যুৎ সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ সাথীদেবীর বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর অনেক গভীর রাতে আশুতোষ সাথীদেবীর বাড়ি আসে। তাই প্রকৃত খুনি কে, সেই নিয়ে রহস্য ঘণীভূত হচ্ছে।
27d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা