বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

গণেশ আরাধনায় মেতে উঠল চৈতন্যভূম নবদ্বীপ

সংবাদদাতা, নবদ্বীপ: গণেশ চতুর্থীতে গণপতির আরাধনায় মেতে উঠেছে বৈষ্ণবনগরী নবদ্বীপ। শনিবার সকাল থেকে নবদ্বীপের বিভিন্ন এলাকায় চলছে গণেশ পুজো। মণ্ডপে মণ্ডপে ভিড় করেছেন ভক্তরা। বুড়োশিবতলা রোডের কাঠগোলা, ষষ্ঠীতলা, উত্তরবঙ্গপাড়া, রানিরঘাট, বটতলা, পোড়াঘাট পবিত্রময় সেনগুপ্ত রোড, গঙ্গানগর সহ বেশকিছু এলাকায় অনুষ্ঠিত হল গণেশের আরাধনা।  বুড়োশিবতলা কাঠগোলা শ্রীশ্রী গণেশ পুজো কমিটির অন্যতম কর্মকতা শুভম দাস বলেন, ২০১৩ থেকে ১২ বছর ধরে আমরা এই গণেশ পুজো করে আসছি। আমরাই নবদ্বীপে গণেশ চতুর্থীর গণেশ পুজো প্রথম শুরু করেছিলাম। এই পুজো উপলক্ষ্যে রবিবার স্থানীয় পড়ুয়াদের নিয়ে সান্ধ্যকালীন  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুড়োশিবতলা রোড ষষ্ঠীতলা যুবশক্তি ক্লাব পুজো কমিটির এক সদস্য প্রসেনজিৎ নন্দ বলেন, তিন বছর ধরে আমরা গণেশ পুজো করেছি। গণেশকে পুজো দিয়ে সবকিছু শুরু হয়। এরজন্য তাঁকে স্মরণ করতেই তাঁর পুজোর আয়োজন। বৈষ্ণবতীর্থ এই শহরে সমস্ত দেব-দেবীর পুজো হয়। তবে ধীরে ধীরে গণেশ আরাধনায় ব্রতী হচ্ছে নবদ্বীপের মানুষ। যোগনাথতলার বাসিন্দা মৃৎশিল্পী দেবাশিস পাল বলেন, এই শহরের প্রধান উৎসব বলতে রাস। সেই সময় বিভিন্ন দেব-দেবীর মূর্তি পুজো হয়। এছাড়া দুর্গা, কালী, লক্ষ্মী সহ বিভিন্ন দেবদেবীর পুজো তো আছেই। তবে বেশ কয়েক বছর ধরে বেশকিছু নতুন গণেশ পুজোও শুরু হয়েছে। আমি কয়েকটি ছোট গণেশ মূর্তি তৈরির পাশাপাশি এবার একটা ১৩ ফুটের গণেশ মূর্তিও তৈরি করেছি। সেটি মহাপ্রভুপাড়ার একটি মন্দিরের জন্য। তবে নবদ্বীপের বিভিন্ন এলাকায় অনেকগুলি বড় গণেশ মূর্তিরই পুজো হচ্ছে। নতুন করে গণেশ পুজো শুরু হওয়ায় আমাদের মতো মৃৎশিল্পীরা এই সময়ে অনেকটাই উপকৃত হচ্ছেন। পুরোহিত অজিত চক্রবর্তী জানান, গণেশ চতুর্থী একটা বিশেষ তিথি। এই তিথিতে গণেশ পুজো করলে তিনি সবার মঙ্গল করেন।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা