দক্ষিণবঙ্গ

অবশেষে পুরুলিয়া শহরের সব্জি বাজারে টাস্কফোর্সের অভিযান

সংবাদদাতা, পুরুলিয়া: অবশেষে পুরুলিয়া শহরেও সব্জির দাম নিয়ন্ত্রণে পথে নামল টাস্কফোর্স। শুক্রবার পুরুলিয়া শহরের বড় হাটে বিভিন্ন জায়গায় হানা দেন টাস্কফোর্সের সদস্যরা। যদিও এদিন অন্যান্য দিনের তুলনায় দাম অনেকটাই নিয়ন্ত্রণে ছিল বলে দাবি ক্রেতাদের। আলুর দামও এক ঝটকায় প্রায় ১০ টাকার বেশি কমেছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের অন্যান্য প্রান্তে মুখ্যমন্ত্রী বলার পরই টাস্কফোর্সকে বাজারে বাজারে হানা দিতে দেখা গেলেও গত কয়েকদিনে পুরুলিয়া শহরে সেভাবে দেখা যায়নি। তবে, মানবাজারের অভিযান চালিয়েছিলেন আধিকারিকরা। শুক্রবার পুরুলিয়া শহরের বড় হাটে আসেন টাস্কফোর্সের সদস্যরা। জেলা পুলিসের এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিক ও কর্মীদের পাশাপাশি কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন পাইকারি বিক্রেতা এবং খুচরো বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তাঁরা। অধিকাংশ বিক্রেতার কাছে কোনও চালান ছিল না। এমনকী পাইকারি বিক্রেতারাও চালান দেখাতে পারেননি। টাস্কফোর্সের সদস্যরা জানান, এদিন সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে চালান না পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা আরও জানান, বড়হাটের বিভিন্ন জায়গা ঘুরে দেখা হয়েছে। এদিন বাজারদর বেশ খানিকটা নিয়ন্ত্রণে ছিল বলা যায়। গত কয়েকদিনের তুলনায় বেশ কয়েকটি সব্জির দাম কমেছে। আলু প্রথমে ৩০ টাকা দরে বিক্রি হলেও পরে ২৮ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এদিকে বড়হাটে পুরুলিয়া পুরসভার পক্ষ থেকেও ন্যায্য মূল্যে আলু বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পুরুলিয়া জেলা পরিষদের ন্যায্যমূল্যে আলু বিক্রির ব্যবস্থা করেছে কৃষি বিপণন দপ্তর। এবিষয়ে পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা বলেন, টাস্কফোর্স জেলার বিভিন্ন প্রান্তের বাজারে হানা দিয়েছে। কোথাও বেআইনিভাবে দাম বাড়ানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আলু নিয়ে যে সমস্যাটা ছিল, তার অনেকটাই মিটে গিয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে ২৭ টাকা কেজি দরে আলু বিক্রির ব্যবস্থা করা হয়েছে। অনেকেই সেখান থেকেও আলু কিনছেন। গোটা পরিস্থিতির উপর আমাদের নজর রয়েছে। (নিজস্ব চিত্র)
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা