দক্ষিণবঙ্গ

বিধানসভা ভোটের কাজের টাকাই বকেয়া, বিপাকে ডেকরেটররা

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গত বিধানসভা নির্বাচনের টাকা এখনও মেলেনি। বিপুল অঙ্কের টাকা আটকে যাওয়ায় প্রচণ্ড সমস্যায় ডেকরেটর মালিকরা। এই পরিস্থিতিতে রাজ্যব্যাপী লোকসভা নির্বাচনের কাজ শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ ডেকরেটর্স সমন্বয় সমিতি শনিবার বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে বকেয়া টাকার দাবি জানান। তাঁদের অভিযোগ, বেশিরভাগ ডেকরেটরের আগের টাকা না মিললে এবারের কাজ করার সামর্থ্য নেই। টাকা না মিললে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে তাঁরা জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে একই সমস্যার কথা জানিয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টর ও বিল্ডার্স অ্যাসোসিয়েশনও।
ডেকরেটরদের সংগঠনের রাজ্য সম্পাদক নির্মল চক্রবর্তী বলেন, ২০২১ সালের বিধানসভা ভোটের টাকা দেয়নি কমিশন। এক-একটি মহকুমায় শুধু সিভিল ওয়ার্ক করতে চার কোটি টাকা খরচ হয়েছে। ইলেকট্রিক ও পিএইচইর কাজের টাকাও বাকি আছে। সবমিলিয়ে মুর্শিদাবাদ জেলায় খরচ হয়েছে প্রায় ৭২ কোটি টাকা। তবে পাঁচ মহকুমায় যে ডিসিআরসি তৈরি হয়েছিল, তার জন্য আলাদা টাকা দিয়েছিল জেলা প্রশাসন। শুধু কেন্দ্রীয় বাহিনীর রাখার জন্য অনেক কাজ করতে হয়েছিল। জেলায় সবমিলিয়ে প্রায় ৭০ কোটি বাকি। নির্বাচন কমিশনের কাছে আমরা এবার চিঠি দিয়ে সমস্যার কথা জানাব। রাজ্য সরকারকে আমাদের সমস্যার কথা জানিয়েছি। রাজ্যে প্রত্যেক জেলায় ৬০-৭০ কোটি টাকা বাকি পড়ে আছে বলেই সংগঠনের দাবি। এব্যাপারে নির্বাচন কমিশন উদাসীন বলেই তাঁদের অভিযোগ। লোকসভা নির্বাচনের জন্য আগাম মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী আসা শুরু হয়েছে। আপাতত বিভিন্ন সরকারি জায়গায় তাদের রাখার বন্দোবস্ত করা হয়েছে। তবে স্কুল এবং অন্য জায়গায় তাঁদের রাখার জন্য বেশ কিছু কাজ করাতে হয়। টাকা না পেলে সেই কাজে হাত দিতে পারবেন না স্থানীয় ঠিকাদাররা। ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টর ও বিল্ডার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক স্বপন নাথ বলেন, কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য প্রত্যেকটা মহকুমায় আমাদের বিপুল টাকা খরচ হয়েছিল। সেই টাকা মেলেনি। বিধানসভা ভোটের পর পঞ্চায়েত ভোটেরও কাজ করেছি। তবে এবার টাকা না পেলে লোকসভা ভোটের কাজ করার মতো সামর্থ্য আমাদের নেই।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা