বিদেশ

মাঝ আকাশে বিমানে প্রবল ঝাঁকুনি, মৃত্যু যাত্রীর

ব্যাঙ্কক: ২১১ জন যাত্রী ও ১৮ বিমানকর্মীকে নিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে পাড়ি দিয়েছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান। মাঝ আকাশে আচমকা প্রবল ঝাঁকুনি। তার জেরে মৃত্যু হল এক যাত্রীর। আহত কমপক্ষে ৩০ জন। দুর্ঘটনার কবলে পড়া বিমানটিকে তড়িঘড়ি অবতরণ করানো হয় ব্যাঙ্ককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে। সিঙ্গাপুর এয়ারলাইন্স সংস্থার তরফে এখবর জানানো হয়েছে। 
মঙ্গলবার দুপুর পৌনে চারটে নাগাদ ব্যাঙ্ককে অবতরণ করে এসকিউ৩২১ বোয়িং উড়ানটি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার ফলে একজনের মৃত্যু হয়েছে। আহত ৩০ যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি যাত্রী ও ক্রু সদস্যদের প্রয়োজনমতো সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি থাইল্যান্ড প্রশাসনের থেকেও সাহায্য চেয়েছে বিমান সংস্থা। সিঙ্গাপুর থেকে একটি সহায়তা দলকে পাঠানো হয়েছে ব্যাঙ্ককে। উল্লেখ্য, মৃতের নাম ও পরিচয় রাত পর্যন্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তথ্য যাচাই করে দেখা গিয়েছে, ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ছিল বিমানটি। আচমকা মাত্র তিন মিনিটের ব্যবধানে সেটি নেমে যায় ৩১ হাজার ফুট নীচে। মাত্র ১০ মিনিট সেখানে থেকেই আধঘণ্টার মধ্যে অবতরণ করে বিমানটি। কেন আচমকা বিমানে ঝাঁকুনি হল, তা নিয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। পাশাপাশি যাত্রীদের একাংশ সিটবেল্ট না বাঁধায় বিপত্তি আরও বাড়ে। ঝাঁকুনির ফলে এদিক ওদিক ছিটকে পড়েন যাত্রীরা। এর জেরেই অনেকে আহত হয়েছেন। ব্যাঙ্ককে আপতকালীন অবতরণের পর বিমানবন্দরের তৎপরতা বেড়ে যায়। এই সংক্রান্ত একাধিক ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ২৪ বছর পর এমন দুর্ঘটনা ঘটল সিঙ্গাপুর এয়ারলাইন্সের কোনও বিমানে। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা