বিদেশ

পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত ২, বরাত জোরে বাঁচলেন পাঁচ জাপানি নাগরিক

করাচি: ফের পাকিস্তানে বিদেশি নাগরিকদের উপর আত্মঘাতী হামলা। এবারের ঘটনাস্থল বন্দর শহর করাচি। শুক্রবার সকালে একটি গাড়িকে লক্ষ্য করে প্রথমে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। গাড়ির ভিতরে ছিলেন পাঁচজন জাপানি নাগরিক। প্রত্যেকেই সুজুকি মোটরসের কর্মী। বিস্ফোরণ লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গুলি চালায় তার সঙ্গী। বরাত জোরে প্রাণে বেঁচে যান ওই পাঁচজন। ঘটনাস্থলে উপস্থিত পুলিসের গুলিতে দ্বিতীয় জঙ্গির মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ভর্তি করা হয় জিন্না হাসপাতালে। চিকিৎসা চলাকালীন সেখানে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরেকজন। পুলিস সূত্রে খবর, আগে থেকেই গাড়িটির অপেক্ষায় ছিল জঙ্গিরা। লান্ধির মোর্তাজা চোরাঙ্গির কাছে গাড়িটিকে দেখামাত্র হামলা চালায় তারা। ডিআইজি (পূর্ব) আজফর মাহেসর বলেন, ‘পাঁচজন জাপানি নাগরিক সুরক্ষিত রয়েছেন। বাড়ি থেকে জামজামা ক্লিফটন থেকে এক্সপোর্ট প্রসেসিং জোনে যাচ্ছিলেন তাঁরা।’ এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এদিকে টোকিওয় জাপানি মন্ত্রিসভার প্রধান সচিব ইয়োশিমাসা হায়াশি জানান, এই ঘটনায় তাঁদের একজন নাগরিক আহত হয়েছেন। অবশ্য, এর পাল্টা সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি পাক প্রশাসন। 
এদিনের হামলার তীব্র নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘সন্ত্রাসবাদকে নির্মূল না করা পর্যন্ত বিশ্রাম নেব না।’ গোটা ঘটনায় পুলিসি তৎপরতার ভূয়সী প্রশংসা করেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। জঙ্গি দমন শাখার ইন-চার্জ রাজা উমর খাত্তাব জানান, জাপানি নাগরিকদের সঙ্গে ছিল তিনটি গাড়ির কনভয়। বিদেশি নাগরিকদের উপর হামলার আশঙ্কা থাকায় সতর্ক ছিল পুলিস। জাপানি নাগরিকদের সঙ্গে ছিলেন দু’জন নিরাপত্তারক্ষী। গাড়ি ঘটনাস্থলে পৌঁছতেই আত্মঘাতী জঙ্গিটি হামলা চালায়। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গুলি চালাতে শুরু করে দ্বিতীয় জন। কমপক্ষে ১৫ রাউন্ড গুলি চলে। অভিযুক্তের কাছে গ্রেনেড পর্যন্ত ছিল। কিন্তু পুলিস ও নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সেই চেষ্টা ভেস্তে যায়।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা