বিদেশ

আমেরিকার আপত্তি উড়িয়ে ইরানে পাল্টা হামলা চালাল ইজরায়েল

তেহরান, ১৯ এপ্রিল: আমেরিকার নিষেধ শুনল না ইজরায়েল। ইরানে পাল্টা হামলা চালাল তেল আভিভ। যার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ, শুক্রবার ভোরে আচমকাই ইসফাহান এলাকায় ইজরায়েলি সেনা ড্রোন হামলা চালায়। পাশাপাশি ইরানের একটি বিমানবন্দরে বিস্ফোরণের খবরও পাওয়া যাচ্ছে। যদিও দক্ষতার সঙ্গে ইজরায়েলি সেনার হামলা রুখে দেয় ইরান। কিন্তু পরিস্থিতি অশান্ত হতে শুরু করেছে। সূত্রের খবর, বেশ কয়েকটি বিমান পরিষেবা বাতিল করেছে তেহরান। আবারও তেল আভিভের হামলার আশঙ্কায় ইতিমধ্যেই এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করে দিয়েছে ইরান সরকার। তাদের দাবি, এদিন ভোরে ইসফাহানের আকাশে তিনটি ড্রোন দেখা গেছে। সঙ্গে সঙ্গে এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনগুলি আকাশেই ধ্বংস করে দেয়। সেই সময়েই কোনওভাবে ইসফাহান বিমানবন্দরে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের জন্য ইজরায়েলকে দায়ী করতে নারাজ তেহরান। যদিও আমেরিকার সংবাদমাধ্যমের দাবি, তেল আভিভই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার ফলে ইসফাহান বিমানবন্দরে বিস্ফোরণ ঘটে। উল্লেখযোগ্য বিষয় হল, ইরানের ওই এলাকাতে নাতাঞ্জ সহ কয়েকটি পরমাণু গবেষণা ও ইউরেনিয়াম পরিশোধন কেন্দ্র রয়েছে। এখন প্রশ্ন উঠছে, ওই জায়গাগুলিই ইজরায়েলি সেনার লক্ষ্যবস্তু ছিল কী না? ইসফাহান ইরানের স্পর্শকাতর এলাকাগুলির মধ্যে অন্যতম। সেখানেই হামলা চালিয়ে ইরানকে চ্যালেঞ্জ জানাল ইজরায়েল, এমনটাই মত বিশেষজ্ঞদের। সিরিয়ার দামাস্কাসে ইরানের দূতাবাসের অ্যানেক্স বিল্ডিংয়ে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয় এক মিলিটারি কমান্ডার এবং ছ’জন অফিসারের। সেই হামলার দায় ইজরায়েলের উপর চাপায় ইরান। তেহরান জানায় খুব শীঘ্রই পাল্টা দেবে তারা। তারপরেই গত সপ্তাহে ইজরায়েলে প্রায় ৩০০ টির বেশি ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। যদিও আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশের সাহায্যে ইরানের ৯৯ শতাংশ ড্রোনকে ধ্বংস করা হয়। এড়ানো যায় বড় ক্ষয়ক্ষতি।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা